YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 6

6
নির্বুদ্ধিতার বিরুদ্ধে সাবধানবাণী।
1আমার পুত্র, তুমি যদি তোমার অর্থ সরিয়ে রাখো
যেমন তোমার প্রতিবেশীর জামিন হয়ে থাক,
যদি তুমি কাউকে ঋণ দেবার জন্য
প্রতিশ্রুতি দিয়ে থাক, তবে তুমি তা জানো না,
2তবে তুমি নিজেই তোমার প্রতিশ্রুতির ফাঁদে পড়েছ,
নিজের মুখের কথায় ধরা পড়েছ।
3এই ব্যাপারে, আমার পুত্র, এটা কর
এবং নিজেকে রক্ষা কর;
কারণ তুমি তোমার প্রতিবেশীর দয়ার পাত্র হয়েছ,
যাও এবং নিজেকে নত কর
এবং তোমাকে মুক্ত করতে প্রতিবেশীর কাছে ভিক্ষা চাও;
4তোমার চোখে ঘুম আসতে দিও না,
চোখের পাতাকে বন্ধ হতে দিও না;
5নিজেকে হরিণের মত ব্যাধের হাত থেকে,
পাখির মত শিকারীর হাত থেকে উদ্ধার কর।
6হে অলস, তুমি পিপড়ের দিকে তাকাও,
তার কাজ সব দেখে জ্ঞানবান হও।
7তার কোনো সেনাপতি, কর্মচারী বা শাসক নেই,
8তবু সে গরমকালে নিজের খাবার তৈরী করে,
শস্য কাটবার দিনের খাবার সঞ্চয় করে।
9হে অলস, তুমি কত কাল শুয়ে থাকবে?
কখন ঘুম থেকে উঠবে?
10“আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,
আর একটু শুয়ে হাত জড়সড় করব,”
11তাই তোমার দরিদ্রতা ডাকাতের মত আসবে,
তোমার অভাব সজ্জিত সৈন্যর মত আসবে।
12অপদার্থ লোক, যে লোক অপরাধী,
সে কথার কুটিলতায় চলে,
13তার চোখ পিটপিট করে, পা দিয়ে ইঙ্গিত করে,
সে আঙুল দিয়ে সংকেত দেয়,
14তার হৃদয়ে কুটিলতা থাকে,
সে সব দিন খারাপ ভাবনা করে, সে ঝগড়া বাধিয়ে দেয়।
15সেই জন্য হঠাৎ তার বিপদ আসবে,
হঠাৎ সে ভেঙে পড়বে; আর প্রতিকার হবে না।
16এই ছয়টি বস্তুকে সদাপ্রভু ঘৃণা করেন,
সাতটি জিনিস তাঁর কাছে জঘন্যতম;
17গর্বিতের চোখ, মিথ্যাবাদী জিভ,
নির্দোষের রক্তপাতকারী হাত,
18খারাপ ভাবনাকারী হৃদয়,
খারাপ কাজ করতে দ্রুতগামী পা,
19সাক্ষী যে মিথ্যা কথা বলে
ও যে ভাইদের মধ্যে বিবাদ বপন করে।
ব্যাভিচারের বিরুদ্ধে সতর্কবাণী।
20আমার পুত্র, তুমি তোমার বাবার আদেশ পালন কর
এবং তোমার মায়ের শিক্ষা ত্যাগ কোরো না।
21সব দিন তা তোমার হৃদয়ে গেঁথে রাখ,
তোমার গলায় বেঁধে রাখ।
22যখন তুমি হাঁটবে তারা তোমাকে পথ দেখাবে,
যখন তুমি ঘুমাবে, তারা তোমার দিকে নজর রাখবে
এবং তুমি যখন জেগে থাকবে, তারা তোমাকে শিক্ষা দেবে।
23কারণ আজ্ঞা প্রদীপ ও শিক্ষা আলো
এবং নিয়মানুবর্তিতার অনুযোগ জীবনের পথ;
24সে তোমাকে রক্ষা করবে অসৎ নারী থেকে,
ব্যাভিচারিনীর স্বছন্দ শব্দ থেকে।
25তুমি হৃদয়ে ওর সৌন্দর্য্যে লালসিত হয়ো না
এবং ওর চাহনিতে ধরা পড় না।
26একজন বেশ্যার সঙ্গে শোয়ার মূল্য
একবেলা খাবারের দামের সমান হতে পারে,
কিন্তু পরের স্ত্রী [মানুষের] মহামূল্য প্রাণ শিকার করে।
27কেউ যদি বুকের মধ্যে আগুন রাখে,
তবে তার কাপড় কি পুড়ে যাবে না?
28কেউ যদি জ্বলন্ত আগুনের উপর দিয়ে চলে,
তবে তার পায়ের তলা কি পুড়ে যাবে না?
29সেরকম যে প্রতিবেশীর স্ত্রীর কাছে যায়;
যে কারোর তার সঙ্গে সম্পর্ক থাকে,
সে অদন্ডিত হয়ে যাবে না।
30যখন সে ক্ষুধার্ত থাকে তার প্রয়োজনীয়তা
মেটাবার জন্য যদি সে চুরি করে,
লোকেরা সেই চোরকে অবজ্ঞা করে না।
31কিন্তু যদি সে ধরা পড়ে,
সে সাত গুণ ফিরিয়ে দেবে যা সে চুরি করেছে,
সে অবশ্যই তার বাড়ির সব মূল্য দেবে।
32যে ব্যভিচার করে তার কোনো জ্ঞান নেই,
সে তা করে নিজেকে ধ্বংস করে।
33সে আঘাত ও অবমাননা পাবে;
তার দুর্নাম কখনও ঘুচবে না।
34যেহেতু অন্তর্জ্বালা স্বামীর রাগ,
প্রতিশোধের দিনের সে ক্ষমা করবে না;
35সে কোন প্রকার প্রায়শ্চিত্ত গ্রাহ্য করবে না,
অনেক ঘুষ দিলেও সন্মত হবে না।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 6