YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 15

15
1মৃদু উত্তর রাগ দূর করে,
কিন্তু কঠোর শব্দ রাগ উত্তেজিত করে।
2জ্ঞানীদের জিহ্বা জ্ঞান প্রশংসা করে;
কিন্তু নির্বোধদের মুখ নির্বোধমিতা বের করে।
3সদাপ্রভুর চোখ সব জায়গাতেই আছে,
তা খারাপ ও ভালোদের প্রতি দৃষ্টি রাখে।
4নিরাময় জিহ্বা জীবনবৃক্ষ;
কিন্তু প্রতারণামূলক জিহ্বা আত্মা ভেঙে দেয়।
5নির্বোধ নিজের বাবার শাসন অবজ্ঞা করে;
কিন্তু যে সংশোধন মানে, সেই বিচক্ষণ হয়।
6ধার্ম্মিকের বাড়িতে প্রচুর সম্পত্তি থাকে;
কিন্তু দুষ্টের আয়ে বিপদ থাকে।
7জ্ঞানবানদের ঠোঁট জ্ঞান ছড়িয়ে দেয়;
কিন্তু নির্বোধদের হৃদয় স্থির না।
8দুষ্টদের বলিদান সদাপ্রভু ঘৃণা করেন;
কিন্তু সরলদের প্রার্থনা তাঁর সন্তুষ্টজনক।
9দুষ্টদের রাস্তা সদাপ্রভু ঘৃণা করেন;
কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালবাসেন।
10যে রাস্তা পরিত্যাগ করে তার
জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে;
যে সংশোধন ঘৃণা করবে, সে মরবে।
11পাতাল ও ধ্বংস সদাপ্রভুর সামনে খোলা;
তবে মানবজাতির বংশধরদের হৃদয়ও কি সেরকম না?
12উপহাসক সংশোধন ক্ষতিকর মনে করে;
সে জ্ঞানবানের কাছে যায় না।
13আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে,
কিন্তু মানসিক যন্ত্রণায় আত্মা ভেঙে যায়।
14বুদ্ধিমানের মন জ্ঞানের খোঁজ করে;
কিন্তু নির্বোধদের মুখ নির্বোধমির ক্ষেতে চরে।
15দুঃখীর সব দিন ই নির্যাতিত;
কিন্তু যার আনন্দিত হৃদয়, তার চিরস্থায়ী ভোজ।
16সদাপ্রভুর ভয়ের সঙ্গে অল্পও ভাল,
তবু বিশৃঙ্খলার সঙ্গে প্রচুর সম্পত্তি ভাল না।
17ভালবাসার সঙ্গে শাকসবজি খাওয়া ভাল,
তবু ঘৃণার সঙ্গে মোটাসোটা গরু ভাল নয়।
18একজন রাগী লোক, সে বিবাদ উত্তেজিত করে;
কিন্তু যে রাগে ধীর, সে বিবাদ থামায়।
19অলসের পথ কাঁটার বেড়ার মতো;
কিন্তু সরলদের রাস্তা রাজপথ।
20জ্ঞানবান ছেলে বাবার আনন্দ জন্মায়;
কিন্তু নির্বোধ লোক মাকে অবজ্ঞা করে।
21জ্ঞানহীন নির্বোধমিতায় আনন্দ করে,
কিন্তু বুদ্ধিমান লোক সোজা রাস্তায় চলে।
22উপদেশের অভাবে পরিকল্পনা সব ব্যর্থ হয়;
কিন্তু অনেক উপদেষ্টার জন্যে সে সব সফল হয়।
23মানুষ নিজের প্রাসঙ্গিক উত্তরে আনন্দ পায়;
আর সঠিক দিনের র কথা কেমন ভালো।
24বুদ্ধিমানের জন্য জীবনের পথ উপরে,
যেন সে নীচের পাতাল থেকে সরে যায়।
25সদাপ্রভু অহঙ্কারীদের উত্তরাধিকার বিচ্ছিন্ন করেন,
কিন্তু বিধবার সম্পত্তি সুরক্ষিত রাখেন।
26কুসঙ্কল্প সব সদাপ্রভু ঘৃণা করেন,
কিন্তু উদারতার কথা খাঁটি।
27অর্থলোভী তার পরিবারের বিপদ;
কিন্তু যে ঘুষ ঘৃণা করে, সে জীবিত থাকে।
28ধার্ম্মিকের মন উত্তর করার জন্যে চিন্তা করে;
কিন্তু দুষ্টদের মুখ খারাপ কথা বের করে।
29সদাপ্রভু দুষ্টদের থেকে দূরে থাকেন,
কিন্তু তিনি ধার্ম্মিকদের প্রার্থনা শোনেন।
30আনন্দময় চেহারা#15:30 চোখের আলো হৃদয়কে আনন্দিত করে,
ভালো সংবাদ হল শরীরের#15:30 হাড় স্বাস্থ্য।
31যার কান জীবনদায়ক সংশোধন শোনে,
সে জ্ঞানীদের মধ্যে থাকবে।
32যে শাসন অমান্য করে, সে নিজেকে অবজ্ঞা করে;
কিন্তু যে সংশোধন শোনে, সে বুদ্ধি উপার্জন করে।
33সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শিক্ষা,
আর সম্মানের আগে নম্রতা থাকে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 15