YouVersion Logo
Search Icon

উপদেশক 7

7
প্রজ্ঞা।
1দামী তেলের থেকে সুনাম ভাল
এবং জন্ম দিনের র থেকে মৃত্যু দিন ভাল।
2ভোজ বাড়ি যাওয়ার থেকে শোকার্ত বাড়ি যাওয়া ভাল,
কারণ শোক সব লোকের কাছে জীবনের শেষে আসবে,
তাই জীবিতদের এটা মনে রাখা উচিত।
3হাঁসির থেকে দুঃখ ভালো,
কারণ মুখের বিষন্নতার পরে হৃদয়ের প্রসন্নতা আসে।
4জ্ঞানী লোকের হৃদয় শোকার্তের ঘরে থাকে,
কিন্তু মূর্খদের হৃদয় ভোজ বাড়িতে থাকে।
5মূর্খদের গান শোনার থেকে জ্ঞানী
লোকের ধমক শোনা ভাল।
6কারণ যেমন হাঁড়ির নিচে জ্বলন্ত কাঁটা চটপটানির শব্দ,
তেমনি মূর্খদের হাসি। এটাও হল অসার।
7উপদ্রব জ্ঞানবান মানুষকেও মূর্খ করে তলে
এবং ঘুষ হৃদয়কে দুর্নীতিগ্রস্থ করে।
8কোন বিষয়ের শুরুর থেকে শেষ ভাল;
এবং গর্বিত আত্মার থেকে ধৈর্য্যশীল আত্মা ভাল।
9তোমার আত্মাকে চট করে রেগে যেতে দিও না,
কারণ রাগ বোকাদের হৃদয়ে বাস করে।
10কখনও বলনা, “এই দিন গুলোর থেকে পুরানো দিন গুলো ভাল কেন?”
কারণ এটা প্রজ্ঞার জন্য নয় যে তুমি এই প্রশ্ন জিজ্ঞেস করছ।
11জ্ঞান তেমন ভাল যেমন মূল্যবান জিনিস যা
আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি।
এটা তার জন্য লাভ দেয় যারা পৃথিবীতে#7:11 যে সূর্যকে দেখে বাস করে।
12কারণ প্রজ্ঞা সুরক্ষা প্রদান করে
যেমন টাকা সুরক্ষা প্রদান করে,
কিন্তু প্রজ্ঞার সুবিধা হল যে প্রজ্ঞা জীবন দেয় যার কাছে এটা থাকে।
13ঈশ্বরের কাজ লক্ষ কর:
যা তিনি বাঁকা তৈরী করেছেন কে তা সোজা করতে পারে?
14যখন দিন ভাল, সুখে জীবনযাপন কর সেই ভাল দিনের,
কিন্তু যখন দিন খারাপ, বিবেচনা কর:
ঈশ্বর দুটোকেই পাশাপাশি থাকতে অনুমতি দিয়েছেন।
এই কারণে, তার পরে যে কি ঘটবে কেউ কোন কিছু খুঁজে পাবে না।
15আমি অনেক কিছু দেখেছি আমার অসারতার জীবনে।
ধার্মিক লোক যারা ধ্বংস হয় তাদের ধার্ম্মিকতা থাকা সত্বেও
এবং দুষ্ট লোক যারা দীর্ঘ দিন বেঁচে থাকে তাদের দুষ্টতা থাকে সত্বেও।
16নিজেকে খুব ধার্মিক করো না, নিজের চোখে খুব জ্ঞানবান হয়ো না।
কেন তুমি নিজেকে ধ্বংস করবে?
17খুব বেশি দুষ্ট বা বোকা হয়ো না।
কেন তুমি মরবে তোমার দিনের র আগে?
18এটা ভাল যে তুমি এসব জ্ঞান ধরে রাখবে
এবং তুমি ধার্ম্মিকতা থেকে তোমার হাত তুলে নেবে না।
কারণ যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে সে সমস্ত দায়িত্ব পালন করবে।
19জ্ঞানী মানুষে প্রজ্ঞা শক্তিশালী,
একটি শহরের দশ জন শাসকের থেকেও বেশি শক্তিশালী।
20পৃথিবীতে একটাও ধার্মিক লোক নেই
যে ভাল করে এবং পাপ করে না।
21সমস্ত কথা শুনো না যা বলা হয়,
কারণ তুমি হয়তো শুনতে পাবে তোমার দাস তোমায় অভিশাপ দিচ্ছে।
22একইভাবে, তুমি নিজেকে জান কি তোমার হৃদয়ে আছে,
তুমি প্রায়ই অন্যকে অভিশাপ দাও।
প্রজ্ঞার খোঁজ।
23এই সমস্ত আমি প্রমাণ করেছি প্রজ্ঞা দিয়ে। আমি বললাম,
“আমি জ্ঞানী হব,” কিন্তু আমি
যা করতে পারি তার থেকে এটা বেশি ছিল।
24প্রজ্ঞা ছিল অনেক দূরে এবং অনেক গভীরে।
কে তা পেতে পারে?
25আমি জানতে ও পরীক্ষা করতে আমার হৃদয়কে ফেরালাম
এবং জ্ঞানের খোঁজ করলাম
এবং সত্যের ব্যাখ্যা করতে চেষ্টা করলাম
এবং বুঝতে চাইলাম যে মন্দতা হচ্ছে বোকামি
এবং মূর্খতা হল পাগলামি।
26আমি পেলাম যে একজন মহিলা যারা হৃদয় ফাঁদ
ও জালে পূর্ণ সে মৃত্যুর থেকেও তিক্ত
এবং যার হাত শিকলের মত।
যে কেউ ঈশ্বরকে খুশি করে সে তার হাত থেকে বাঁচবে,
কিন্তু পাপীরা তার হাতে ধরা পরবে।
27“আমি যা আবিষ্কার করেছি তা বিবেচনা কর,” শিক্ষক বলেছেন।
আমি এক আবিষ্কারের সঙ্গে আর কে
আবিষ্কার যোগ করেছি সত্য ব্যাখ্যার অনুসন্ধানে।
28এটাই যা আমার মন এখনও খুঁজছে,
কিন্তু আমি তা পাইনি।
আমি একহাজারের মধ্যে একজন ধার্ম্মিককে পেয়েছি,
কিন্তু তাদের সকলের মধ্যে একটিও মহিলাকে পাইনি।
29আমি এটাই আবিষ্কার করেছি:
যে ঈশ্বর মানবজাতিকে সরলতায় সৃষ্টি করেছিলেন,
কিন্তু তারা দূরে চলে যায় অনেক সমস্যার খোঁজে।

Currently Selected:

উপদেশক 7: IRVBen

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in