YouVersion Logo
Search Icon

1 বংশাবলি 8

8
বিন্যামীন গোষ্ঠীর অন্তর্ভুক্ত শৌলের বংশাবলি।
1বিন্যামীনের বড় ছেলে হল বেলা, দ্বিতীয় অসবেল, তৃতীয় অহর্হ, 2চতুর্থ নোহা ও পঞ্চম রাফা। 3বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ, 4অবীশূয়, নামান, আহোহ, 5গেরা, শফূফন ও হূরম।
6এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল: 7নামান, অহিয় ও গেরা। গেরা তাদের পরিচালিত করেছিল। সে ছিল উষঃ ও অহীহূদের বাবা।
8আর তিনি তাঁদেরকে বিদায় করলে পর শহরয়িম মোয়াব ক্ষেত্রে ছেলেদের জন্ম দিলেন। তার দুই স্ত্রী হূশীম ও বারা। 9মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল, যোবব, সিবিয়, মেশা, মল্কম, 10যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের প্রধান। 11হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।
12ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা। 13বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরা তাড়িয়ে দিয়েছিলেন।
14বরীয়ের ছেলেরা হল অহিয়ো, শাশক, যিরেমোৎ, 15সবদিয়, অরাদ, এদর, 16মীখায়েল, যিশ্‌পা ও যোহ। 17ইল্পালের ছেলেরা হল সবদিয়, মশুল্লম, 18হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্‌লিয় ও যোবব। 19শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি, 20সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়, 21ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ। 22শাশকের ছেলেরা হল যিশ্‌পন, 23এবর, ইলীয়েল, অব্দোন, সিখ্রি, 24হানন, হনানিয়, 25এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল। 26যিরোহমের ছেলেরা হল শিম্‌শরয়, শহরিয়, অথলিয়া, 27যারিশিয়, এলিয় ও সিখ্রি। 28এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা যিরূশালেমে বাস করতেন।
29যিয়ীয়েল গিবিয়োনে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা; 30তার প্রথম ছেলে হল অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব, 31গদোর, অহিয়ো ও সখর। 32মিক্লোতের ছেলে হল শিমিয়। এরাও যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
33নেরের ছেলে কীশ আর কীশের ছেলে শৌল। শৌলের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল। 34যোনাথনের ছেলে মরীব্‌বাল ও মরীব্‌বালের ছেলে মীখা। 35মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস। 36আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অসমাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা, 37মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল। 38আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান। 39আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় ইলীফেলট। 40ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন। এরা সকলে বিন্যামীন বংশধর।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in