আদিপুস্তক 7:14-16
আদিপুস্তক 7:14-16 বিবিএস
আর তাঁহাদের সহিত সর্বজাতীয় বন্য পশু, সর্বজাতীয় গৃহপালিত পশু, সর্বজাতীয় ভূচর সরীসৃপ জীব ও সর্বজাতীয় পক্ষী, সর্বজাতীয় খেচর, প্রাণবায়ুবিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল। ফলতঃ তাঁহার প্রতি ঈশ্বরের আজ্ঞা অনুসারে সমস্ত প্রাণীর স্ত্রীপুরুষ প্রবেশ করিল। পরে সদাপ্রভু তাঁহার পশ্চাতের দ্বার বদ্ধ করিলেন।