সখরিয় ভূমিকা
ভূমিকা
ভাববাদী সখরিয়ের পুস্তকে দুইটি সুস্পষ্ট ভাগ আছেঃ (১) ১-৮ অধ্যায়ের ভবিষ্যদ্বাণীগুলি খ্রীষ্টপূর্ব ৫২০ অব্দ হইতে ৫১৮ অব্দের মধ্যে বিভিন্ন সময়ে ভাববাদী সখরিয়ের মাধ্যমে ব্যক্ত হইয়াছিল। মূলতঃ এইগুলি ব্যক্ত হইয়াছিল দর্শনের আকারে- বক্তব্য ছিল যিরূশালেমের পুনরুদ্ধার, মন্দির পুনর্নির্মাণ, ঈশ্বরের প্রজাদের সংশোধন এবং মশীহের যুগের আগমনীবার্তা। (২) ৯-১৪ অধ্যায়ে আছে প্রত্যাশিত মশীহের সম্পর্কে এবং শেষ বিচার সম্পর্কে পরবর্তীকালের কতকগুলি বার্তার সঙ্কলন।
বিষয়বস্তুর রূপরেখা:
সাবধান বাণী ও আশার বার্তা - ১:১—৮:২৩
ইস্রায়েলীয়দের প্রতিবাসীদের উপরে বিচারাজ্ঞা - ৯:১-৮
ভাবী সমৃদ্ধি ও শান্তি - ৯:৯—১৪:২১
Currently Selected:
সখরিয় ভূমিকা: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.