YouVersion Logo
Search Icon

সখরিয় 12:10-12

সখরিয় 12:10-12 বিবিএস

আর দায়ূদ-কুলের ও যিরূশালেম-নিবাসীদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করিব; তাহাতে তাহারা যাঁহাকে বিদ্ধ করিয়াছে, সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে, এবং তাঁহার জন্য বিলাপ করিবে, যেমন একমাত্র পুত্রের জন্য বিলাপ করা যায়, এবং তাঁহার জন্য শোকাকুল হইবে, যেমন প্রথমজাত পুত্রের জন্য লোকে শোকাকুল হয়। সেই দিন যিরূশালেমে অতিশয় বিলাপ হইবে, যেমন বিলাপ মগিদ্দোন সমস্থলিতে হদদ্‌-রিম্মোণে হইয়াছিল। দেশীয় প্রত্যেক গোষ্ঠী পৃথক পৃথক বিলাপ করিবে; দায়ূদ-কুলের গোষ্ঠী পৃথক ও তাহাদের স্ত্রীরা পৃথক; নাথন-কুলের গোষ্ঠী পৃথক ও তাহাদের স্ত্রীরা পৃথক

Video for সখরিয় 12:10-12