প্রকাশিত বাক্য ভূমিকা
ভূমিকা
প্রেরিত শিষ্য যোহনের নিকটে প্রকাশিত বাক্য নামে পুস্তকটি খ্রীষ্ট বিশ্বাসীদের জীবনের এক চরম দুর্দিনে রচিত হইয়াছিল। খ্রীষ্টই প্রভু সদাপ্রভু- এই বিশ্বাসের দরুণ তৎকালীন খ্রীষ্টবিশ্বাসীদের উপর ব্যাপকভাবে ভয়াবহ নৃশংস অত্যাচার ও নির্যাতন চালানো হইতেছিল। এই পরিস্থিতিতে পাঠকের মনে আশা, উৎসাহ ও ধৈর্য সঞ্চার করা এবং এই নির্মম লাঞ্ছনা ও নিপীড়নের মধ্যেও অখণ্ড বিশ্বাসে অবিচল থাকিবার জন্য অনুরোধ করাই ছিল লেখকের মূল উদ্দেশ্য।
পুস্তকটির বেশীর ভাগ অংশ জুড়িয়াই রহিয়াছে প্রকাশিত রহস্যের কতকগুলি ধারাবাহিক বিবরণ এবং সাঙ্কেতিক ও প্রতীকের মাধ্যমে নানা দর্শনের বর্ণনা। এইগুলির অন্তর্নিহিত অর্থ তৎকালীন খ্রীষ্টবিশ্বাসীদের নিকটে বোধগম্য ছিল কিন্তু অন্যান্যদের নিকটে ছিল অত্যন্ত দুর্বোধ্য ও রহস্যময়। পুস্তকটির মূল বক্তব্য নানাভাবে বিভিন্ন ধারাবাহিক দর্শন ও প্রতীকের মাধ্যমে বার বার পুনরাবৃত্তি করা হইয়াছে। দর্শনগুলির ব্যাখ্যা নানাভাবে করা যাইতে পারে এবং এই সম্বন্ধে নানা মতামত থাকিতে পারে, কিন্তু ইহার মূল সুর একটাই; প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর তাঁহার শত্রুদের সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরাজিত করিবেন, শয়তানও বাদ যাইবে না এবং এই বিজয় সম্পূর্ণ হইলে তিনি তাঁহার বিশ্বস্ত প্রজাদের “এক নূতন আকাশ ও নূতন পৃথিবীর” আশীর্বাদ দানে পুরস্কৃত করিবেন।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১-৮
প্রারম্ভিক দর্শন ও সপ্ত মণ্ডলীর নিকটে পত্র - ১:৯—৩:২২
মুদ্রাঙ্কিত করা সপ্ত পুস্তক - ৪:১—৮:১
সপ্ত তূরী - ৮:২—১১:১৯
দানব ও দুইটি পশু - ১২:১—১৩:১৮
বিভিন্ন দিব্য দর্শন - ১৪:১—১৫:৮
ঈশ্বরের ক্রোধের সপ্ত পাত্র - ১৬:১-২১
বাবিলের বিনাশ, পশুর পরাজয়, ভাক্ত ভাববাদী ও শয়তান - ১৭:১—২০:১০
শেষ বিচার - ২০:১১-১৫
নূতন আকাশ, নূতন পৃথিবী ও নূতন যিরূশালেম - ২১:১—২২:৫
উপসংহার - ২২:৬-২১
Currently Selected:
প্রকাশিত বাক্য ভূমিকা: বিবিএস
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.