YouVersion Logo
Search Icon

গীত ৭২

৭২
শলোমনের।
1 হে ঈশ্বর, তুমি রাজাকে আপনার শাসন,
রাজপুত্রকে আপনার ধর্মশীলতা প্রদান কর।
2 তিনি ধার্মিকতায় তোমার প্রজাগণের,
ন্যায়ে তোমার দুঃখীদের বিচার করিবেন। #৭২:২ ক* (বা) করুন। এই গীতে ভবিষ্যৎকালের ক্রিয়াপদগুলি এইরূপে অনুবাদ করা যাইতে পারে।
3 পর্বতগণ ও উপপর্বতগণ ধার্মিকতা দ্বারা
প্রজাদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হইবে।
4 তিনি দুঃখী প্রজাগণের বিচার করিবেন,
তিনি দরিদ্রের সন্তানদিগকে ত্রাণ করিবেন,
কিন্তু উপদ্রবীকে চূর্ণ করিবেন।
5 যাবৎ সূর্য থাকিবে, লোকে তোমাকে ভয় করিবে,
যাবৎ চন্দ্র থাকিবে, পুরুষানুক্রমেই করিবে।
6 ছিন্নতৃণ মাঠে বৃষ্টির ন্যায় তিনি নামিয়া আসিবেন,
ভূমি সিঞ্চনকারী জলধারার ন্যায় আসিবেন।
7 তাঁহার সময়ে ধার্মিক লোক প্রফুল্ল হইবে,
চন্দ্রের স্থিতিকাল পর্যন্ত প্রচুর শান্তি হইবে।
8 তিনি এক সমুদ্র অবধি অপর সমুদ্র পর্যন্ত,
ঐ নদী অবধি পৃথিবীর প্রান্ত পর্যন্ত কর্তৃত্ব করিবেন।
9 তাঁহার সম্মুখে মরুনিবাসীরা নত হইবে,
তাঁহার শত্রুগণ ধুলা চাটিবে।
10 তর্শীশ ও দ্বীপগণের রাজগণ নৈবেদ্য আনিবেন;
শিবা ও সবার রাজগণ উপহার দিবেন।
11 হাঁ, সমুদয় রাজা তাঁহার কাছে প্রণিপাত করিবেন;
সমুদয় জাতি তাঁহার দাস হইবে।
12 কেননা তিনি আর্তনাদকারী দরিদ্রকে,
এবং দুঃখী ও নিঃসহায়কে উদ্ধার করিবেন।
13 তিনি দীনহীন ও দরিদ্রের প্রতি দয়া করিবেন,
তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার করিবেন।
14 তিনি চাতুরী ও দৌরাত্ম্য হইতে
তাহাদের প্রাণ মুক্ত করিবেন,
তাঁহার দৃষ্টিতে তাহাদের রক্ত বহুমূল্য হইবে;
15 আর তাহারা জীবিত থাকিবে; #৭২:১৫ ক* (বা) আর তিনি জীবিত থাকিবেন। ও তাঁহাকে শিবার সুবর্ণ দান করা যাইবে,
লোকে তাঁহার নিমিত্ত নিরন্তর প্রার্থনা করিবে,
সমস্ত দিন তাঁহার ধন্যবাদ করিবে।
16 দেশমধ্যে পর্বত-শিখরে প্রচুর শস্য হইবে,
তাহার ফল লিবানোনের ন্যায় দোলায়মান হইবে;
এবং নগরবাসীরা ভূমির তৃণের ন্যায় প্রফুল্ল হইবে।
17 তাঁহার নাম অনন্তকাল থাকিবে;
সূর্যের স্থিতি পর্যন্ত তাঁহার নাম সতেজ থাকিবে;
মনুষ্যেরা তাঁহাতে আশীর্বাদ পাইবে;
সমুদয় জাতি তাঁহাকে ধন্য ধন্য বলিবে।
18 ধন্য সদাপ্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর;
কেবল তিনিই আশ্চর্য ক্রিয়া করেন।
19 তাঁহার গৌরবান্বিত নাম অনন্তকাল ধন্য;
তাঁহার গৌরবে সমস্ত পৃথিবী পরিপূর্ণ হউক।
আমেন, আমেন।
20 যিশয়ের পুত্র দায়ূদের প্রার্থনা সকল সমাপ্ত।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in