গীত 62
62
প্রধান বাদ্যকরের জন্য। যিদূথূনের প্রণালীতে। দায়ূদের সঙ্গীত।
1 আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে,
তাঁহা হইতেই আমার পরিত্রাণ।
2 কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;
তিনি মম উচ্চদুর্গ,
আমি অতিশয় বিচলিত হইব না।
3 তোমরা কতকাল একজন মনুষ্যকে আক্রমণ করিবে,
সকলে তাহাকে হনন করিবে,
হেলিয়া পড়া দেওয়াল ও ভাঙ্গা বেড়ার ন্যায়?
4 উহারা কেবল তাহার উচ্চপদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে;
উহারা মিথ্যা কথায় আমোদ করে,
উহারা মুখে আশীর্বাদ করে, কিন্তু অন্তরে শাপ দেয়। [সেলা]
5 হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা কর;
কেননা তাঁহা হইতেই আমার প্রত্যাশা।
6 কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;
তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হইব না।
7 আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ;
আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান।
8 হে লোক সকল, সতত তাঁহাতে নির্ভর কর,
তাঁহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বল;
ঈশ্বরই আমাদের আশ্রয়। [সেলা]
9 সামান্য লোকেরা বাষপমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা;
তাহাদিগকে তৌল করিলে তাহারা উপরে উঠে;
তাহাদের সর্বস্ব বাষপ অপেক্ষা লঘু।
10 তোমরা উপদ্রবে নির্ভর করিও না, অপহরণের শ্লাঘা করিও না;
ঐশ্বর্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না।
11 ঈশ্বর একবার বলিয়াছেন,
দুই বার আমি এই কথা শুনিয়াছি;
পরাক্রম ঈশ্বরেরই।
12 আর, হে প্রভু, দয়া তোমার,
কারণ তুমিই প্রত্যেককে তাহার কর্মানুরূপ ফল দিয়া থাক।
Currently Selected:
গীত 62: বিবিএস
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.