গীত ৬
৬
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। স্বর, শমীনীৎ। দায়ূদের সঙ্গীত।
1 হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না,
কোপে আমাকে শাসন করিও না।
2 হে সদাপ্রভু, আমাকে কৃপা কর,
কেননা আমি ম্লান হইয়াছি;
হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর,
কেননা আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে।
3 আমার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে;
আর, তুমি, হে সদাপ্রভু, আর কত কাল?
4 হে সদাপ্রভু, ফিরিয়া আইস, আমার প্রাণ উদ্ধার কর,
তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ কর।
5 কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না,
পাতালে কে তোমার স্তব করিবে?
6 আমি কোঁকাইতে কোঁকাইতে শ্রান্ত হইয়াছি;
প্রতিরাত্রি আমি শয্যা ভাসাই,
আমি নেত্রজলে খাট ভিজাই।
7 মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে;
আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে।
8 হে অধর্মাচারী সকলে, আমা হইতে দূর হও,
কেননা সদাপ্রভু আমার রোদন-রব শুনিয়াছেন।
9 সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন;
সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন।
10 আমার সমস্ত শত্রু লজ্জিত ও বিহ্বল হইবে;
তাহারা ফিরিয়া যাইবে, হঠাৎ লজ্জিত হইবে।
Currently Selected:
গীত ৬: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.