YouVersion Logo
Search Icon

গীত ৫৮

৫৮
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করিও না। দায়ূদের। মিক্‌তাম।
1 বীরগণ! তোমরা কি ধর্মনীতি কহিতেছ? #৫৮:১ (বা) তোমাদের বক্তব্য ধর্মনীতি কি বোবা?
মনুষ্য-সন্তানগণ! তোমরা কি ন্যায় বিচার করিতেছ?
2 তোমরা হৃদয়ে দুষ্টতা সাধন করিতেছ।
দেশে স্বহস্তের উপদ্রব তৌল করিতেছ।
3 দুষ্টগণ গর্ভ হইতেই বিপথগামী,
তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কহিতে ভ্রমপথে বেড়ায়।
4 তাহাদের বিষ সর্পবিষের মত;
তাহারা বধির কালসর্পের সদৃশ, যে কর্ণ রোধ করে,
5 যে সাপুড়েদের স্বর শুনে না,
নিপুণ মন্ত্রপাঠকের স্বর শুনে না।
6 হে ঈশ্বর, তাহাদের মুখে দন্ত ভাঙ্গিয়া দেও;
সদাপ্রভু যুবসিংহদের কষের দন্ত উৎপাটন কর।
7 তাহারা প্রবহমান জলের ন্যায় বিলীন হউক,
যে বাণ যোজনা করিলে তাহা ছিন্নের মত হউক।
8 দ্রবীভূত শম্বুকের ন্যায় তাহারা গলিয়া যাউক,
সূর্য দেখে নাই, অবলার এমন গর্ভস্রাবের ন্যায় হউক।
9 তোমাদের স্থালী কণ্টক টের না পাইতে,
তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন।
10 ধার্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে,
সে দুর্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে;
11 তাহাতে মনুষ্যগণ কহিবে, ধার্মিক সত্যই ফল পায়,
সত্যই পৃথিবীতে বিচারসাধক ঈশ্বর আছেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in