YouVersion Logo
Search Icon

গীত 48

48
গীত। কোরহ-সন্তানদের সঙ্গীত।
1 সদাপ্রভু মহান ও অতীব কীর্তনীয়,
আমাদের ঈশ্বরের নগরে, তাঁহার পবিত্র পর্বতে।
2 রমণীয় উচ্চভূমি, সমস্ত পৃথিবীর আনন্দস্থল,
উত্তর প্রান্তস্থিত সিয়োন পর্বত, মহান রাজার পুরী।
3 ঈশ্বর, তাহার অট্টালিকা সমূহের মধ্যে,
উচ্চদুর্গ বলিয়া আপনার পরিচয় দিয়াছেন।
4 কেননা দেখ, রাজগণ সভাস্থ হইয়াছিলেন;
তাঁহারা এক সঙ্গে চলিয়া গেলেন;
5 তাঁহারা দেখিলেন, অমনি স্তম্ভিত হইলেন,
বিহ্বল হইলেন, শীঘ্র পলায়ন করিলেন।
6 ঐ স্থানে তাঁহাদের কাঁপনি ধরিল,
প্রসবকারিণীর ন্যায় ব্যথা ধরিল।
7 তুমি পূর্বীয় বায়ু দ্বারা তর্শীশের জাহাজ সকল ভগ্ন করিয়া থাক।
8 আমরা যাহা শুনিয়াছিলাম,
তাহা দেখিয়াছি বাহিনীগণের সদাপ্রভুর নগরে,
আমাদের ঈশ্বরের নগরে;
ঈশ্বর তাহা চিরকালের জন্য সুস্থির করিবেন। [সেলা]
9 আমরা তোমার দয়া ধ্যান করিয়াছি,
হে ঈশ্বর, তোমার মন্দিরের অভ্যন্তরে।
10 যেমন তোমার নাম, হে ঈশ্বর,
তেমনি তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত;
তোমার দক্ষিণ হস্ত ধর্মশীলতায় পরিপূর্ণ।
11 সিয়োন পর্বত আনন্দ করুক,
যিহূদার কন্যারা উল্লসিত হউক,
তোমার শাসননিচয়ের জন্য।
12 তোমরা সিয়োনকে প্রদক্ষিণ কর,
তাহার চারিদিকে ভ্রমণ কর,
তাহার দুর্গ সকল গণনা কর,
13 তাহার দৃঢ় প্রাচীরে মনোযোগ কর,
তাহার অট্টালিকা সকল সন্দর্শন কর,
যেন ভাবী বংশের কাছে তাহার বর্ণনা করিতে পার।
14 কেননা এই ঈশ্বর অনন্তকালতরে আমাদের ঈশ্বর;
তিনি চিরকাল আমাদের পথদর্শক হইবেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in