গীত 14
14
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের।
1 মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’।
তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ কর্ম করিয়াছে;
সৎকর্ম করে এমন কেহই নাই।
2 সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য-সন্তানদের
প্রতি নিরীক্ষণ করিলেন;
দেখিতে চাহিলেন, বুদ্ধিপূর্বক কেহ চলে কি না,
ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কি না।
3 সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে;
সৎকর্ম করে, এমন কেহই নাই, একজনও নাই।
4 অধর্মাচারী সকলের কি কিছুই জ্ঞান নাই?
তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায়
আমার প্রজাগণকে গ্রাস করে, সদাপ্রভুকে ডাকে না।
5 ঐ স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে;
কেননা ঈশ্বর ধার্মিক বংশের মধ্যবর্তী।
6 তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ;
কেননা সদাপ্রভু তাহার আশ্রয়।
7 আঃ! ইস্রায়েলের পরিত্রাণ সিয়োন হইতে উপস্থিত হউক।
সদাপ্রভু যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইবেন,
তখন যাকোব উল্লসিত হইবে, ইস্রায়েল আনন্দ করিবে।
Currently Selected:
গীত 14: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.