গীত 125
125
আরোহণ-গীত।
1 যাহারা সদাপ্রভুতে নির্ভর করে,
তাহারা সিয়োন পর্বতের সদৃশ,
যাহা অটল ও চিরস্থায়ী।
2 যিরূশালেমের চারিদিকে পর্বতগণ আছে,
আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন,
এখন অবধি অনন্তকাল পর্যন্ত আছেন।
3 কেননা দুষ্টতার রাজদণ্ড ধার্মিকদের
অধিকারের উপরে থাকিবে না,
যেন ধার্মিকগণ অন্যায়ে হস্তক্ষেপ না করে।
4 সদাপ্রভু! তাহাদের মঙ্গল কর, যাহারা মঙ্গল স্বভাবের,
সরলচিত্তদের মঙ্গল কর।
5 কিন্তু যাহারা আপনাদের বক্র পথে ফিরে,
সদাপ্রভু তাহাদিগকে অধর্মাচারীদের সহপথিক করিবেন।
ইস্রায়েলের উপরে শান্তি বর্তুক।
Currently Selected:
গীত 125: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.