হিতোপ ভূমিকা
ভূমিকা
হিতোপদেশ পুস্তকটি উপদেশ, প্রবাদ ও আপ্তবাক্যের আকার বা শৈলীতে নীতিশিক্ষা ও ধর্মীয় উপদেশের একটি সঙ্কলন। ইহার অধিকাংশই দৈনন্দিন জীবনের বাস্তব ক্ষেত্রে প্রযোজ্য বিষয় লইয়া লিখিত। “সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ”- এই কথা স্মরণ করাইয়া হিতোপদেশের উপদেশাবলি আরম্ভ হইয়াছে। শুধু ধর্মীয় ও নৈতিক বিষয় লইয়াই নয়, বাস্তব ক্ষেত্রেও সাধারণ বুদ্ধি ও সৌজন্যবোধের কথা লিপিবদ্ধ হইয়াছে। বিশেষ বিশেষ পরিস্থিতিতে একজন বিজ্ঞ ব্যক্তির আচরণ কেমন হওয়া উচিত- এই বিষয়ে হিতোপদেশের সংক্ষিপ্ত অথচ বুদ্ধিদীপ্ত প্রবচন প্রাচীন ইস্রায়েলীয় গুরুদের গভীর অন্তর্দৃষ্টির পরিচয় বহন করে। এই পুস্তকের কতকগুলি প্রবাদ পারিবারিক বিষয় লইয়া রচিত এবং কতকগুলি ব্যবসা সংক্রান্ত আদান-প্রদান লইয়া লিখিত। কিছু সংখ্যক উপদেশ সামাজিক সৌজন্য বিষয়ক ও অন্য কতকগুলি আত্মসংযম বিষয়ক। নম্রতা, সহিষ্ণুতা, দরিদ্রের প্রতি সম্মানবোধ এবং বন্ধুদের প্রতি আনুগত্যের কথা পুস্তকটিতে খুব বেশী বলা হইয়াছে।
বিষয়বস্তুর রূপরেখা:
প্রজ্ঞার প্রশংসা - ১:১—৯:১৮
শলোমনের প্রবচন - ১০:১—২৯:২৭
আগুরের বাণী - ৩০:১-৩৩
নানাবিধ প্রবাদবাক্য - ৩১:১-৩১
Currently Selected:
হিতোপ ভূমিকা: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.