হিতোপ ১০
১০
নানাবিধ নীতিকথা
শলোমনের হিতোপদেশ
1 জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক,
কিন্তু হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক।
2 দুষ্টতার ধন কিছুই উপকারী নয়,
কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে।
3 সদাপ্রভু ধার্মিকের প্রাণ ক্ষুধায় ক্ষীণ হইতে দেন না;
কিন্তু তিনি দুষ্টদের কামনা দূর করেন।
4 যে শিথিল হস্তে কর্ম করে, সে দরিদ্র হয়;
কিন্তু পরিশ্রমীদের হস্ত ধনবান করে।
5 যে গ্রীষমকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান পুত্র;
যে শস্য কাটিবার সময় নিদ্রিত থাকে, সে লজ্জাজনক পুত্র।
6 ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বর্তে;
কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে।
7 ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়;
কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে।
8 বিজ্ঞচিত্ত লোক আজ্ঞা গ্রহণ করে,
কিন্তু অজ্ঞান বাচাল পতিত হইবে।
9 যে সিদ্ধতায় চলে, সে নির্ভয়ে চলে,
কিন্তু কুটিলাচারীকে চেনা যাইবে।
10 যে চক্ষু দ্বারা ইঙ্গিত করে, সে দুঃখ দেয়;
আর অজ্ঞান বাচাল পতিত হইবে।
11 ধার্মিকের মুখ জীবনের উনুই;
কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে।
12 দ্বেষ বিবাদের উত্তেজক,
কিন্তু প্রেম সমস্ত অধর্ম আচ্ছাদন করে।
13 জ্ঞানবানের ওষ্ঠাধরে প্রজ্ঞা পাওয়া যায়,
কিন্তু বুদ্ধিবিহীনের পৃষ্ঠের জন্য দণ্ড রহিয়াছে।
14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে,
কিন্তু অজ্ঞানের মুখ আসন্ন সর্বনাশ।
15 ধনবানের ধনই তাহার দৃঢ় নগর,
দরিদ্রদের দরিদ্রতাই তাহাদের সর্বনাশ।
16 ধার্মিকের শ্রম জীবনদায়ক,
দুর্জনের উপস্বত্ব পাপজনক।
17 যে শাসন মানে, সে জীবন-পথে চলে;
কিন্তু যে অনুযোগ ত্যাগ করে, সে ভ্রান্ত হয়।
18 যে দ্বেষ ঢাকিয়া রাখে,তাহার ওষ্ঠাধর মিথ্যাবাদী;
আর যে পরীবাদ রটায়, সে হীনবুদ্ধি।
19 বাক্যের বাহুল্যে অধর্মের অভাব নাই;
কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।
20 ধার্মিকের জিহ্বা উৎকৃষ্ট রৌপ্যবৎ,
দুষ্টদের অন্তঃকরণ স্বল্পমূল্য।
21 ধার্মিকের ওষ্ঠাধর অনেককে প্রতিপালন করে,
কিন্তু অজ্ঞানেরা বুদ্ধির অভাবে মারা পড়ে।
22 সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে,
এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।
23 কুকর্ম করা অজ্ঞানের আমোদ,
আর প্রজ্ঞা বুদ্ধিমানের আনন্দ।
24 দুষ্ট যাহা ভয় করে, তাহার প্রতি তাহাই ঘটিবে;
কিন্তু ধার্মিকদের বাসনা সফল হইবে।
25 যখন ঘূর্ণবায়ু বহিয়া যায়, দুষ্ট আর নাই;
কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূলস্বরূপ।
26 যেমন দন্তের পক্ষে অম্লরস ও চক্ষুর পক্ষে ধূম,
তেমনি আপন প্রেরণকর্তাদের পক্ষে অলস।
27 সদাপ্রভুর ভয় আয়ুবৃদ্ধি করে;
কিন্তু দুষ্টদের বৎসর-সংখ্যা হ্রাস পাইবে।
28 ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক;
কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাইবে।
29 সদাপ্রভুর পথ সিদ্ধের পক্ষে দুর্গ,
কিন্তু তাহা অধর্মাচারীদের পক্ষে সর্বনাশ।
30 ধার্মিক লোক কখনও বিচলিত হইবে না;
কিন্তু দুষ্টগণ দেশে বাস করিবে না।
31 ধার্মিকের মুখ প্রজ্ঞা-ফলে ফলবান;
কিন্তু কুটিল জিহ্বা ছেদন করা যাইবে।
32 ধার্মিকের ওষ্ঠাধর সন্তোষের বিষয় জানে,
কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র।
Currently Selected:
হিতোপ ১০: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.