YouVersion Logo
Search Icon

হিতোপ ১

আভাষ
1 শলোমনের হিতোপদেশ; তিনি দায়ূদের পুত্র, ইস্রায়েল-রাজ।
2 ইহা দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়,
বুদ্ধির কথা বুঝা যায়;
3 উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে,
ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে;
4 অবোধদিগকে চতুরতা প্রদান করা যায়,
যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়।
5 জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে,
বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে;
6 এতদ্দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বুঝা যায়,
জ্ঞানবানদের বাক্য ও তাহাদের সমস্যা বুঝা যায়।
7 সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ; #১:৭ (বা) প্রধান অঙ্গ।
অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে।
চেতনা-বাক্য
8 বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুন,
তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না।
9 কারণ তাহারা উভয় তোমার মস্তকের সৌন্দর্যস্বরূপ,
ও তোমার কন্ঠদেশের হারস্বরূপ হইবে।
10 বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়,
তুমি সম্মত হইও না।
11 তাহারা যদি বলে, ‘আমাদের সঙ্গে আইস,
আমরা রক্তপাত করিবার জন্য লুকাইয়া থাকি,
নির্দোষদিগকে অকারণে ধরিবার জন্য গুপ্ত থাকি,
12 পাতালের ন্যায় তাহাদিগকে জীবন্ত গ্রাস করি,
গর্তগামীদের ন্যায় সর্বাঙ্গীণ গ্রাস করি,
13 আমরা সর্বপ্রকার বহুমূল্য ধন পাইব,
লুন্ঠিত দ্রব্যে স্ব স্ব গৃহ পরিপূর্ণ করিব,
14 তুমি আমাদের মধ্যে একজন অংশী হইবে,
আমাদের সকলেরই একটি টাকার থলি হইবে’;
15 বৎস, তাহাদের সঙ্গে সেই পথে চলিও না,
তাহাদের পথ হইতে তোমার চরণ নিবৃত্ত কর;
16 কারণ তাহাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ায়,
তাহারা রক্তপাত করিতে বেগে ধাবমান হয়।
17 জাল পাতা হয় অনর্থক,
কোন পক্ষীর দৃষ্টিগোচরে।
18 আর উহারা আপনাদেরই রক্তপাত করিতে লুকাইয়া থাকে,
আপনাদেরই প্রাণ হরণ করিতে গুপ্ত থাকে।
19 পরধন-অপহারক সকলেরই এই গতি,
সেই ধন সেই গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে।
প্রজ্ঞার আহ্বান
20 প্রজ্ঞা পথে পথে উচ্চৈঃস্বরে ডাকে,
হাটে-বাজারে নিজ রব ছাড়ে;
21 সে জনাকীর্ণ পথের চত্বরে আহ্বান করে,
নগর-দ্বার সকলের প্রবেশ-স্থানে,
নগরে, সে এই কথা বলে;
22 ‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসিবে?
নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকিবে?
হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করিবে?
23 তোমরা আমার অনুযোগে ফির;
দেখ, আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব,
আমার কথা তোমাদিগকে জ্ঞাত করিব।’
24 আমি ডাকিলে তোমরা অসম্মত হইলে,
আমি হস্ত বিস্তার করিলে কেহ মনোযোগ করিলে না;
25 তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করিলে,
আমার অনুযোগ শুনিতে চাহিলে না।
26 এই জন্য তোমাদের বিপদে আমিও হাসিব,
তোমাদের ভয় উপস্থিত হইলে পরিহাস করিব;
27 যখন ঝটিকার ন্যায় তোমাদের ভয় উপস্থিত হইবে,
ঘূর্ণবায়ুর ন্যায় তোমাদের বিপদ আসিবে,
যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসিবে।
28 তখন সকলে আমাকে ডাকিবে,
কিন্তু আমি উত্তর দিব না,
তাহারা সযত্নে আমার অন্বেষণ করিবে,
কিন্তু আমাকে পাইবে না;
29 কারণ তাহারা জ্ঞানকে ঘৃণা করিত,
সদাপ্রভুর ভয় মনোনীত করিত না;
30 আমার পরামর্শে সম্মত হইত না,
আমার সমস্ত অনুযোগ তুচ্ছ করিত;
31 তাই তাহারা স্ব স্ব আচরণের ফল ভোগ করিবে,
স্ব স্ব কুপরামর্শের ফল দিয়া উদর পূর্ণ করিবে।
32 ফলে, অবোধদের বিপথগমন তাহাদিগকে বধ করিবে,
হীনবুদ্ধিদের নিশ্চিন্ততা তাহাদিগকে বিনষ্ট করিবে;
33 কিন্তু যে জন আমার কথা শুনে,
সে নির্ভয়ে বাস করিবে, শান্ত থাকিবে,
অমঙ্গলের আশঙ্কা করিবে না।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in