YouVersion Logo
Search Icon

লেবীয় পুস্তক ভূমিকা

ভূমিকা
এই পুস্তকে প্রাচীন ইস্রায়েল জাতি ও যাজকদের জন্য উপাসনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের রীতি-নীতি ও বিধি-ব্যবস্থা ইত্যাদির বিবরণ দেওয়া হইয়াছে। ধর্মীয় আচার অনুষ্ঠানাদি নির্দেশিত বিধি-ব্যবস্থা অনুযায়ী পালনের সর্ববিধ দায়িত্বভার অর্পিত হইয়াছিল যাজকদের হাতে।
পুস্তকের মূল বক্তব্য হইল, ‘ইস্রায়েলের উপাস্য প্রভু সদাপ্রভু ঈশ্বরের’ সহিত তাঁহার প্রজাদের সম্পর্ক অক্ষুন্ন রাখিবার জন্য ঈশ্বরের পবিত্রতা রক্ষা ও তাঁহার উপাসনার রীতি-নীতি পালন করা একান্ত প্রয়োজন।
পুস্তকটির মধ্যে সর্বাধিক সুপরিচিত কথাটি পাওয়া যায় ১৯:১৮ পদে, যে কথাটিকে যীশু খ্রীষ্ট দ্বিতীয় মহান আজ্ঞা রূপে চিহ্নিত করিয়াছেন। কথাটি হইল, “আপন প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”
বিষয়বস্তুর রূপরেখা:
নৈবেদ্য ও বলিদানের নিয়ম - ১:১—৭:৩৮
হারোণ ও তাঁহার পুত্রদের যাজকীয় পদে অভিষেক - ৮:১—১০:২০
আনুষ্ঠানিক পবিত্রতা ও অপবিত্রতা সম্পর্কিত নিয়ম - ১১:১—১৫:৩৩
মহাপ্রায়শ্চিত্ত দিবসের অনুষ্ঠান - ১৬:১-৩৪
প্রতিদিনের জীবনে পবিত্রতা রক্ষা ও উপাসনা সম্পর্কিত নিয়ম - ১৭:১—২৭:৩৪

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in