যিহোশূয় ১৯
১৯
1 আর গুলিবাঁটক্রমে দ্বিতীয় অংশ শিমিয়োনের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের নামে উঠিল; তাহাদের অধিকার যিহূদা-সন্তানগণের অধিকারের মধ্যে হইল। 2 তাহাদের অধিকার হইল বের্-শেবা, [বা শেবা], মোলাদা, 3 হৎসর-শূয়াল, বালা, এৎসম, 4 ইল্তোলদ, বথূল, হর্মা, 5 সিক্লগ, বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সুষা, 6 বৈৎ-লবায়োৎ ও শারূহণ; স্ব স্ব গ্রামের সহিত তেরটি নগর। 7 ঐন্, রিম্মোণ, এথর ও আশন; স্ব স্ব গ্রামের সহিত চারিটি নগর; 8 আর বালৎ-বের, [অর্থাৎ] দক্ষিণ দেশস্থ রামা পর্যন্ত ঐ ঐ নগরের চারিদিকের সমস্ত গ্রাম। আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের এই অধিকার। 9 শিমিয়োন-সন্তানগণের অধিকার যিহূদা-সন্তানগণের অধিকারের এক ভাগ ছিল, কেননা যিহূদা-সন্তানগণের অংশ তাহাদের প্রয়োজন অপেক্ষা অধিক ছিল; অতএব শিমিয়োন-সন্তানগণ তাহাদের অধিকারের মধ্যে অধিকার পাইল।
10 পরে গুলিবাঁটক্রমে তৃতীয় অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের নামে উঠিল; সারীদ পর্যন্ত তাহাদের অধিকারের সীমা হইল। 11 তাহাদের সীমা পশ্চিমদিকে অর্থাৎ মারালায় উঠিয়া গেল, এবং দব্বেশৎ পর্যন্ত গেল, যক্নিয়ামের সম্মুখস্থ স্রোত পর্যন্ত গেল। 12 আর সারীদ হইতে পূর্বদিকে, সূর্যোদয় দিকে, ফিরিয়া কিশ্লোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল; পরে দাবরৎ পর্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল। 13 আর তথা হইতে পূর্বদিক্, সূর্যোদয়ের দিক্, হইয়া গাৎ-হেফর দিয়া এৎ-কাৎসীন পর্যন্ত গেল; এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল। 14 আর ঐ সীমা হন্নাথোনের উত্তরদিকে উহা বেষ্টন করিল, আর যিপ্তহেল উপত্যকা পর্যন্ত গেল। 15 আর কটৎ, নহলাল, শিম্রোণ, যিদালা ও বৈৎ-লেহম; স্ব স্ব গ্রামের সহিত বারোটি নগর। 16 আপন আপন গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
17 পরে গুলিবাঁটক্রমে চতুর্থ অংশ ইষাখরের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানগণের নামে উঠিল। 18 যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম, 19 হফারয়িম, শীয়োন, অনহরৎ, 20 রব্বীৎ, কিশিয়োন, এবস, 21 রেমৎ, ঐন্-গন্নীম, ঐন্-হদ্দা ও বৈৎ-পৎসেস তাহাদের অধিকার হইল। 22 আর সেই সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্যন্ত গেল, আর যর্দন তাহাদের সীমার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত ষোলটি নগর। 23 আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
24 পরে গুলিবাঁটক্রমে পঞ্চম অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে আশের-সন্তানগণের বংশের নামে উঠিল। 25 তাহাদের সীমা হিল্কৎ, হলী, বেটন, অক্ষফ, 26 অলম্মেলক, অমাদ ও মিশাল, এবং পশ্চিমদিকে কর্মিল, ও শীহোর-লিব্নৎ পর্যন্ত গেল। 27 আর সূর্যোদয় দিকে বৈৎ-দাগোনের অভিমুখে ঘুরিয়া সবূলূন ও উত্তরদিকে যিপ্তহেল উপত্যকা, বৈৎ-এমক ও ন্যীয়েল পর্যন্ত গেল, পরে বামদিকে কাবূলে, 28 এবং এব্রোণে, রহোবে, হম্মোনে ও কান্নাতে, এবং মহাসীদোন পর্যন্ত গেল। 29 পরে সেই সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সেই সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্ষীব প্রদেশস্থ সমুদ্রতীর, 30 আর উম্মা, অফেক ও রহোব তাহার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত বাইশটি নগর। 31 আপন আপন গোষ্ঠী অনুসারে আশের-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
32 পরে গুলিবাঁটক্রমে ষষ্ঠ অংশ নপ্তালি-সন্তানগণের নামে আপন আপন গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানগণের নামে উঠিল। 33 তাহাদের সীমা হেলফ অবধি, সানন্নীমস্থ অলোন বৃক্ষ অবধি, অদামীনেকব ও যব্নিয়েল দিয়া লক্কুম পর্যন্ত গেল, ও তাহার অন্তভাগ যর্দনে ছিল। 34 আর ঐ সীমা পশ্চিমদিকে ফিরিয়া অস্নোৎ-তাবোর পর্যন্ত গেল, এবং তথা হইতে হূক্কোক পর্যন্ত গেল; আর দক্ষিণে সবূলূন পর্যন্ত, ও পশ্চিমে আশের পর্যন্ত, ও সূর্যোদয় দিকে যর্দন সমীপস্থ যিহূদা পর্যন্ত গেল। 35 আর প্রাচীর-বেষ্টিত নগর সিদ্দীম, সের, হম্মৎ, রক্কৎ, কিন্নেরৎ, 36 অদামা, রামা, হাৎসোর, 37 কেদশ, ইদ্রিয়ী, ঐন্-হাৎসোর, 38 যিরোণ, মিদ্গল-এল, হোরেম, বৈৎ-অনাৎ ও বৈৎশেমশ; স্ব স্ব গ্রামের সহিত ঊনিশটি নগর। 39 আপন আপন গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
40 আর গুলিবাঁটক্রমে সপ্তম অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে দান-সন্তানগণের বংশের নামে উঠিল। 41 তাহাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর্-শেমশ, 42 শালবীন, অয়ালোন, যিৎলা, 43 এলোন, তিম্না, ইক্রোণ, 44 ইল্তকী, গিব্বথোন, বালৎ, 45 যিহূদ, বনে-বরক, গাৎ-রিম্মোণ, 46 মেয়র্কোন, রক্কোন ও যাফোর সম্মুখস্থ অঞ্চল। 47 আর দান-সন্তানগণের সীমা সেই সকল স্থান অতিক্রম করিল; কারণ দান-সন্তানগণ লেশম নগরের বিরুদ্ধে গিয়া যুদ্ধ করিল, এবং তাহা হস্তগত করিয়া খড়্গধারে আঘাত করিল, আর অধিকারপূর্বক তাহার মধ্যে বাস করিল, এবং আপনাদের পিতৃপুরুষ দানের নামানুসারে লেশমের নাম দান রাখিল। 48 আপন আপন গোষ্ঠী অনুসারে দান-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
49 এইরূপে আপন আপন সীমানুসারে অধিকারের জন্য তাহারা দেশ বিভাগ কার্য সমাপ্ত করিল; আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয়কে এক অধিকার দিল। 50 তাহারা সদাপ্রভুর বাক্যানুসারে তাঁহার যাচিত নগর অর্থাৎ পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিম্মৎ-সেরহ তাঁহাকে দিল; তাহাতে তিনি ঐ নগর নির্মাণ করিয়া তথায় বাস করিলেন।
51 এই সকল অধিকার ইলিয়াসর যাজক, নূনের পুত্র যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণ শীলোতে সদাপ্রভুর সম্মুখে সমাগম-তাম্বুর দ্বারসমীপে গুলিবাঁট দ্বারা দিলেন। এইরূপে তাঁহারা দেশ বিভাগের কার্য সমাপ্ত করিলেন।
Currently Selected:
যিহোশূয় ১৯: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.