YouVersion Logo
Search Icon

যোনা ২

1 তখন যোনা ঐ মৎস্যের উদরে থাকিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলেন। তিনি কহিলেন,
2 আমি সঙ্কট প্রযুক্ত সদাপ্রভুকে ডাকিলাম,
আর তিনি আমাকে উত্তর দিলেন;
আমি পাতালের উদর হইতে আর্তনাদ করিলাম,
তুমি আমার রব শ্রবণ করিলে।
3 তুমি আমাকে অগাধ জলে, সমুদ্র-গর্ভে, নিক্ষেপ করিলে,
আর স্রোত আমাকে বেষ্টন করিল,
তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ, আমার উপর দিয়া গেল।
4 আমি কহিলাম, আমি তোমার নয়নগোচর হইতে দূরীভূত,
তথাপি পুনরায় তোমার পবিত্র মন্দিরের দিকে দৃষ্টিপাত করিব।
5 জলরাশি আমাকে ঘেরিল, প্রাণ পর্যন্ত উঠিল,
জলধি আমাকে বেষ্টন করিল,
মৃণাল আমার মস্তকে জড়াইল।
6 আমি পর্বতগণের মূল পর্যন্ত নামিয়া গেলাম;
আমার পশ্চাতে পৃথিবীর অর্গল সকল চিরতরে বদ্ধ হইল;
তথাপি, হে আমার ঈশ্বর সদাপ্রভু,
তুমি আমার প্রাণকে কূপ হইতে উঠাইলে।
7 আমার মধ্যে প্রাণ অবসন্ন হইলে আমি সদাপ্রভুকে স্মরণ করিলাম,
আর আমার প্রার্থনা তোমার নিকটে,
তোমার পবিত্র মন্দিরে, উপস্থিত হইল।
8 যাহারা অলীক নিঃসার বস্তু মানে,
তাহারা নিজ দয়ানিধিকে পরিত্যাগ করে;
9 কিন্তু আমি তোমার উদ্দেশে স্তবধ্বনি সহ বলিদান করিব;
আমি যে মানত করিয়াছি, তাহা পূর্ণ করিব;
পরিত্রাণ সদাপ্রভুরই কাছে।
10 পরে সদাপ্রভু সেই মৎস্যকে বলিলেন, আর সে যোনাকে শুষ্ক ভূমির উপরে উদ্‌গীরণ করিয়া দিল।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in