YouVersion Logo
Search Icon

ইয়োব ১৭

১৭
1 আমার জীবাত্মা শেষ হইয়াছে, আমার আয়ু অবসান,
কবর আমার নিমিত্ত প্রস্তুত।
2 সত্য, বিদ্রূপকারিগণ আমার নিকটস্থ,
তাহাদের বিরোধ আমার চক্ষুর্গোচরে আছে।
3 বিনয় করি, তুমি অঙ্গীকার কর,
তোমার কাছে তুমিই আমার প্রতিভূ হও;
আর কে আছে যে, আমার হাতে তালি দিবে?
4 তুমি ইহাদের চিত্ত বুদ্ধিরহিত করিয়াছ,
তাই ইহাদিগকে উন্নত করিবে না।
5 যে ব্যক্তি লুটরূপে আপনার বন্ধুদিগকে অর্পণ করে,
তাহার সন্তানদের চক্ষু অন্ধ হইবে।
6 উনি আমাকে লোকদের হাস্যাস্পদ করিয়াছেন,
লোকে যাহার মুখে থুথু ফেলে, আমি এমন হইলাম।
7 আমার চক্ষু মনস্তাপে নিস্তেজ হইয়াছে,
আমার সর্বাঙ্গ ছায়ার ন্যায় হইয়াছে।
8 ইহাতে সরলাচারীরা চমৎকৃত হইবে,
পামরের বিরুদ্ধে নির্দোষ উত্তেজিত হইয়া উঠিবে।
9 কিন্তু ধার্মিক আপন পথে অগ্রসর হইবে,
যে শুচিহস্ত, সে উত্তরোত্তর প্রবল হইবে।
10 কিন্তু তোমরা সকলে এখন ফিরিয়া আইস,
তোমাদের মধ্যে কাহাকেও জ্ঞানবান দেখি না।
11 আমার আয়ু গত, আমার অভিপ্রায় সকল ভগ্ন,
আমার মনোরথ সকল ভগ্ন হইয়াছে।
12 ইহারা রাত্রিকে দিন করে,
আলোকে অন্ধকারের নিকটস্থ বলে।
13 যদি আমার ঘর বলিয়া পাতালের অপেক্ষা করি,
যদি অন্ধকারে আমার শয্যা পাতিয়া থাকি,
14 যদি ক্ষয়কে বলিয়া থাকি, তুমি আমার পিতা,
কীটকে বলিয়া থাকি, তুমি আমার মাতা ও ভগিনী;
15 তবে আমার আশা কোথায়?
আর আমার আশা কে দেখিতে পাইবে?
16 তাহা কি পাতালের অর্গল পর্যন্ত নামিয়া যাইবে,
যখন একবার ধুলায় বিশ্রাম পাওয়া যায়?

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ইয়োব ১৭