যিশাইয় ২
২
শেষকালে ঈশ্বরের মহিমা ও দুষ্টদের অবনতি হইবে
1 আমোসের পুত্র যিশাইয় যিহূদার ও যিরূশালেমের বিষয়ে এই বাক্যের দর্শন পান।
2 শেষকালে এইরূপ ঘটিবে; সদাপ্রভুর গৃহের পর্বত পর্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে; এবং সমস্ত জাতি তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। 3 আর অনেক দেশের লোক যাইবে, বলিবে, চল, আমরা সদাপ্রভুর পর্বতে, যাকোবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি; তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাঁহার মার্গে গমন করিব, কারণ সিয়োন হইতে ব্যবস্থা ও যিরূশালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। 4 আর তিনি জাতিগণের মধ্যে বিচার করিবেন, এবং অনেক দেশের লোক সম্বন্ধে নিষপত্তি করিবেন; আর তাহারা আপন আপন খড়্গ ভাঙ্গিয়া লাঙ্গলের ফাল গড়িবে, ও আপন আপন বর্শা ভাঙ্গিয়া কাস্তে গড়িবে; এক জাতি অন্য জাতির বিপরীতে আর খড়্গ তুলিবে না, তাহারা আর যুদ্ধ শিখিবে না।
5 যাকোবের কুল, চল, আমরা সদাপ্রভুর দীপ্তিতে গমন করি। 6 বস্তুতঃ তুমি আপন প্রজাদিগকে, যাকোবের কুলকে, ত্যাগ করিয়াছ, কারণ তাহারা পূর্বদেশের প্রথায় পরিপূর্ণ ও পলেষ্টীয়দের ন্যায় গণক হইয়াছে, এবং বিজাতি-সন্তানদের হস্তে হস্ত দিয়াছে। 7 আর তাহাদের দেশ রৌপ্য ও স্বর্ণে পরিপূর্ণ, তাহাদের ধনরাশির সীমা নাই; তাহাদের দেশ অশ্বে পরিপূর্ণ, এবং রথ যে কত, তাহার সংখ্যা নাই। 8 আর তাহাদের দেশ প্রতিমায় পরিপূর্ণ, তাহারা আপনাদের হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করে, তাহা ত তাহাদেরই অঙ্গুলি দ্বারা নির্মিত। 9 আর সামান্য লোক অধোমুখ হয়, মান্য লোক অবনত হয়; অতএব তুমি তাহাদিগকে ক্ষমা করিও না।
10 তোমরা শৈলে ঢুকিয়া যাও, ও ধূলিতে লুকাও,
সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত
ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত।
11 সামান্য লোকের উচ্চ দৃষ্টি অবনত হইবে,
মান্য লোকদের গর্ব খর্ব হইবে,
আর সেই দিন কেবল সদাপ্রভুই উন্নত হইবেন।
12 বস্তুতঃ যাহা কিছু গর্বিত ও উদ্ধত এবং যাহা কিছু উচ্চীকৃত, সেই সমস্তের প্রতিকূলে বাহিনীগণের সদাপ্রভুর এক দিন আসিতেছে; সেই সকল নত হইবে। 13 সেই দিন লিবানোনের উচ্চ ও উন্নত সমস্ত এরস বৃক্ষের প্রতিকূল, বাশনের সমস্ত অলোন বৃক্ষের প্রতিকূল, 14 সমস্ত উচ্চ পর্বতের প্রতিকূল, সমস্ত উন্নত গিরির প্রতিকূল, 15 সমস্ত উচ্চ দুর্গের প্রতিকূল, 16 সমস্ত দৃঢ় প্রাচীরের প্রতিকূল, তর্শীশের সমস্ত জাহাজের প্রতিকূল এবং সমস্ত মনোহর শিল্পকর্মের প্রতিকূল হইবে।
17 আর সামান্য লোকের দর্প অধোমুখ হইবে,
মান্য লোকদের গর্ব খর্ব হইবে;
18 আর সেই দিন কেবল সদাপ্রভুই উন্নত হইবেন।
19 আর প্রতিমা সকল নিঃশেষে বিলুপ্ত হইবে।
আর লোকেরা শৈলের গুহাতে ও ধূলির গর্তে ঢুকিবে,
সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত, ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত,
যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন।
20 সেই দিন মনুষ্য ভজনার্থে নির্মিত আপনার রৌপ্যময় প্রতিমা ও স্বর্ণময় প্রতিমা সকল ইঁদুরের ও চামচিকার কাছে নিক্ষেপ করিবে;
21 আর গিরি-গহ্বরে ও শৈলগণের ফাটলে ঢুকিবে,
সদাপ্রভুর ভয়ানকত্ব প্রযুক্ত,
ও তাঁহার মহিমার আদরণীয়তা প্রযুক্ত,
যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন।
22 তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাগ্রে প্রাণবায়ু; ফলে সে কিসের মধ্যে গণ্য?
Currently Selected:
যিশাইয় ২: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.