যাত্রাপুস্তক 9:3-4
যাত্রাপুস্তক 9:3-4 বিবিএস
তবে দেখ, ক্ষেত্রস্থ তোমার পশুধনের উপর, অশ্বদের, গর্দভদের, উষ্ট্রদের, গোপালের ও মেষপালের উপর সদাপ্রভুর হস্ত রহিয়াছে; কঠিন মহামারী হইবে। কিন্তু সদাপ্রভু ইস্রায়েলের পশুতে ও মিসরের পশুতে প্রভেদ করিবেন; তাহাতে ইস্র্রায়েল-সন্তানদের কোন পশু মরিবে না।