২ তীমথিয় ভূমিকা
ভূমিকা
তীমথিয় ছিলেন প্রেরিত পৌলের সহকর্মী ও সহকারী এবং তাঁহা অপেক্ষা বয়সে অনেক ছোট। সেই হিসাবে তিনি তাঁহার এই দ্বিতীয় পত্রে তীমথিয়কে ব্যক্তিগত উপদেশ ও পরামর্শ দিয়াছেন। পত্রের বেশীর ভাগ অংশ জুড়িয়াই তীমথিয়ের প্রতি পৌলের অত্যন্ত মূল্যবান উপদেশ ও পরামর্শ রহিয়াছে, যাহা তাঁহার জীবন ও কর্মের পথ-নির্দেশক।
পত্রের মূল কথা হইল সহিষ্ণুতা। সর্বপ্রকার বিরোধিতা, দুঃখ ও যন্ত্রণার মধ্যেও যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বস্ত থাকিয়া তাঁহার সাক্ষ্য বহন, সুসমাচার ও পুরাতন নিয়মের প্রকৃত শিক্ষা পালন এবং শিক্ষক ও প্রচারকরূপে তীমথিয়কে পৌল তাঁহার দায়িত্ব পালন করিবার জন্য উৎসাহ ও উপদেশ দান করিয়াছেন। “নিরর্থক তর্কে” বিপদ, এই সম্বন্ধে তিনি তাঁহাকে বিশেষভাবে সাবধান করিয়া দিয়াছেন। কারণ ইহাতে ভাল ত কিছুই হইবে না বরং শ্রোতারা বিভ্রান্ত হইবে এবং তাহাদের ক্ষতি হইবে।
সর্বশেষে, পৌল তাঁহার নিজের জীবন ও জীবনের উদ্দেশ্য- তাঁহার বিশ্বাস, ধৈর্য, ভালবাসা, সহিষ্ণুতা এবং নির্যাতনের চরম যন্ত্রণার উদাহরণ তীমথিয়কে স্মরণ করাইয়া দিয়াছেন।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১-২
প্রশংসা ও পরামর্শ - ১:৩—২:১৩
পরামর্শ ও সাবধানবাণী - ২:১৪—৪:৫
পৌলের নিজস্ব জীবনের পরিস্থিতি - ৪:৬-১৮
উপসংহার - ৪:১৯-২২
Currently Selected:
২ তীমথিয় ভূমিকা: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.