YouVersion Logo
Search Icon

২ শমূয়েল ভূমিকা

ভূমিকা
দ্বিতীয় শমূয়েলের পুস্তক হইল প্রথম শমূয়েলের পুস্তকের পরবর্তী অংশ। এই অংশে রাজা দায়ূদের আমলের ইতিহাস বর্ণিত হইয়াছে। প্রথমে তিনি দক্ষিণে যিহূদা দেশের উপর রাজত্ব করেন (১-৪ অধ্যায়) এবং ইহার পরে উত্তরের ইস্রায়েল সহ সমগ্র জাতির উপর (৫-২৪ অধ্যায়) রাজত্ব করেন। কিভাবে দায়ূদ তাঁহার রাজ্য বিস্তারের জন্য এবং বিদেশের বিরুদ্ধশক্তি তথা শত্রুদের সহিত কঠোর সংগ্রাম করিয়াছিলেন, এখানে তাহারই বিশদ বিবরণ আছে। এখানে দায়ূদকে একাধারে গভীরভাবে ঈশ্বরে বিশ্বাসী ও ভক্তরূপে এবং একান্ত অনুগত প্রজাদের প্রিয় রাজারূপে চিত্রিত করা হইয়াছে। আবার সেই সাথে দেখান হইয়াছে কখনও তিনি নির্মম হইয়াছেন, কামনা-বাসনা চরিতার্থ করিবার জন্য অন্যায় করিয়াছেন। সদাপ্রভুর ভাববাদী নাথনের মাধ্যমে তিনি ঈশ্বরের নিকটে পাপ স্বীকার করিয়াছেন এবং তাঁহার দেওয়া শাস্তিও গ্রহণ করিয়াছেন। দায়ূদের জীবন ও কর্ম ইস্রায়েলীয়দের এত প্রভাবিত করিয়াছিল যে, পরবর্তীকালে জাতীয় বিপর্যয়ের দিনে তাহারা দায়ূদের পুত্রকে রাজারূপে পাইতে চাহিয়াছিল অর্থাৎ যিনি দায়ূদের বংশধর, তাহাদের ধারণা তিনি হইবেন দায়ূদেরই মত রাজা।
বিষয়বস্তুর রূপরেখা:
যিহূদার উপর দায়ূদের রাজত্বকাল - ১:১—৪:১২
সমগ্র ইস্রায়েলের উপর দায়ূদের রাজত্বকাল - ৫:১—২৪:২৫
(ক) প্রাথমিক পর্যায় - ৫:১—১০:১৯
(খ) দায়ূদ ও বৎশেবা - ১১:১—১২:২৫
(গ) সমস্যা ও দুর্দশা - ১২:২৬—২০:২৬
(ঘ) শেষের বৎসরসমূহ - ২১:১—২৪:২৫

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in