YouVersion Logo
Search Icon

১ তীমথিয় ভূমিকা

ভূমিকা
তীমথিয় ছিলেন এশিয়া মাইনর-নিবাসী একজন খ্রীষ্টভক্ত যুবক। তাঁহার মাতা ছিলেন যিহূদী এবং পিতা গ্রীক। প্রেরিত পৌলের সুসমাচার প্রচার কার্যে তীমথিয় ছিলেন তাঁহার সঙ্গী ও সাহায্যকারী। তীমথিয়ের নিকটে লিখিত প্রথম পত্রটিতে পৌল তিনটি প্রধান বিষয় লইয়া আলোচনা করিয়াছেন।
পত্রের প্রথম বিষয় ছিল মণ্ডলীতে ব্যাপক ভ্রান্ত শিক্ষা সম্বন্ধে সাবধান বাণী। এই শিক্ষা যিহূদী ও অযিহূদী ধ্যান-ধারণার মিশ্রণে সৃষ্ট নূতন এক বিশ্বাস বা মতবাদই ছিল ইহার ভিত্তি। এই বাস্তব জগত মন্দ, পাপময়। বিশেষ কতকগুলি খাদ্য বর্জন, অবিবাহিত জীবন যাপন ও বিশেষ এক গোপন জ্ঞানের দ্বারাই মানুষ এই মন্দতা বা পাপ হইতে পরিত্রাণ লাভ করিতে পারে, অন্যথায় নয়।
ইহা ব্যতীতও পৌল এই পত্রে মণ্ডলীর প্রশাসন পরিচালনা ও উপাসনা সম্পর্কে নির্দেশ এবং মণ্ডলীর নেতা ও সাহায্যকারীদের চরিত্র কেমন হওয়া উচিত সেই সম্পর্কে বর্ণনা দিয়াছেন। সর্বশেষে, কিভাবে যীশু খ্রীষ্টের প্রকৃত সেবক হওয়া যায় এবং খ্রীষ্ট বিশ্বাসী বিভিন্ন ভক্তদলের প্রতি তীমথিয়ের যে দায়-দায়িত্ব আছে, সেই সমস্ত দায়িত্ব পালন সম্পর্কে তিনি তীমথিয়কে পরামর্শ ও উপদেশ দিয়াছেন।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১-২
মণ্ডলী ও তাহার কার্য-নির্বাহকদের জন্য নির্দেশাবলি - ১:৩—৩:১৬
তীমথিয়কে তাঁহার দায়-দায়িত্ব সম্পর্কে নির্দেশাবলি - ৪:১—৬:২১

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in