১ বংশাবলি ৬
৬
লেবির বংশাবলি
1 লেবির সন্তান- গের্শোন, কহাৎ ও মরারি। 2 কহাতের সন্তান- অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল। 3 অম্রামের সন্তান- হারোণ, মোশি এবং মরিয়ম; আর হারোণের সন্তান- নাদব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।
4 ইলিয়াসরের পুত্র পীনহস, পীনহসের পুত্র অবিশূয়, 5 অবিশূয়ের পুত্র বুক্কি, বুক্কির পুত্র উষি, 6 উষির পুত্র সরহিয়, সরহিয়ের পুত্র মরায়োৎ, 7 মরায়োতের পুত্র অমরিয়, অমরিয়ের পুত্র অহীটূব, 8 অহীটূবের পুত্র সাদোক, সাদোকের পুত্র অহীমাস, 9 অহীমাসের পুত্র অসরিয়, অসরিয়ের পুত্র যোহানন, 10 যোহাননের পুত্র অসরিয়; ইনি যিরূশালেমে শলোমনের নির্মিত গৃহে যাজকীয় কর্ম করিতেন। 11 আর অসরিয়ের পুত্র অমরিয়, অমরিয়ের পুত্র অহীটূব, 12 অহীটূবের পুত্র সাদোক, সাদোকের পুত্র শল্লুম, 13 শল্লুমের পুত্র হিল্কিয়, হিল্কিয়ের পুত্র অসরিয়, 14 অসরিয়ের পুত্র সরায় ও সরায়ের পুত্র যিহোষাদক। 15 যে সময়ে সদাপ্রভু নবূখদ্নিৎসরের হস্ত দ্বারা যিহূদা ও যিরূশালেমের লোকদিগকে লইয়া গেলেন, সেই সময় এই যিহোষাদকও গেলেন।
16 লেবির সন্তান- গের্শোম, কহাৎ ও মরারি। 17 আর গের্শোমের সন্তানদের নাম এই, লিব্নি ও শিমিয়ি। 18 আর কহাতের সন্তান অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল। 19 মরারির সন্তান মহলি ও মূশি। আপন আপন পিতৃকুলানুসারে এই সকল লেবীয়দের গোষ্ঠী। 20 গের্শোমের [সন্তান]; তাঁহার পুত্র লিব্নি, তাঁহার পুত্র যহৎ, তাঁহার পুত্র সিম্ম, 21 তাঁহার পুত্র যোয়াহ, তাঁহার পুত্র ইদ্দো, তাঁহার পুত্র সেরহ, তাঁহার পুত্র যিয়ত্রয়। 22 কহাতের সন্তান- তাঁহার পুত্র অম্মীনাদব, তাঁহার পুত্র কোরহ, তাঁহার পুত্র অসীর, 23 তাঁহার পুত্র ইল্কানা, তাঁহার পুত্র ইবীয়াসফ, তাঁহার পুত্র অসীর, 24 তাঁহার পুত্র তহৎ, তাঁহার পুত্র ঊরীয়েল, তাঁহার পুত্র ঊষিয়, তাঁহার পুত্র শৌল। 25 ইল্কানার সন্তান অমাসয় ও অহীমোৎ। 26 ইল্কানা; ইল্কানার সন্তান তাঁহার পুত্র সোফী, তাঁহার পুত্র নহৎ, 27 তাঁহার পুত্র ইলীয়াব, তাঁহার পুত্র যিরোহম, তাঁহার পুত্র ইল্কানা। 28 শমূয়েলের সন্তান, তাঁহার জ্যেষ্ঠ পুত্র [যোয়েল] ও দ্বিতীয় অবিয়। 29 মরারির সন্তান- মহলি, তাঁহার পুত্র লিব্নি, তাঁহার পুত্র শিমিয়ি, তাঁহার পুত্র উষঃ, 30 তাঁহার পুত্র শিমিয়, তাঁহার পুত্র হগিয়, তাঁহার পুত্র অসায়।
31 [নিয়ম-সিন্দুক] বিশ্রামস্থান প্রাপ্ত হইলে পর দায়ূদ যাঁহাদিগকে সদাপ্রভুর গৃহে গানের কার্যে নিযুক্ত করিলেন, তাঁহাদের নাম। 32 শলোমন যে পর্যন্ত যিরূশালেমে সদাপ্রভুর গৃহ নির্মাণ না করেন, সেই পর্যন্ত তাঁহারা সমাগম-তাম্বুরূপ আবাসের সম্মুখে গান দ্বারা পরিচর্যা করিতেন ও আপন আপন পালা অনুসারে আপন আপন কার্যে নিযুক্ত থাকিতেন। 33 সেই নিযুক্ত লোকেরা ও তাঁহাদের সন্তানগণ এই- কহাতীয়দের সন্তানগণের মধ্যে- হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র; ইনি শমূয়েলের পুত্র, 34 ইনি ইল্কানার পুত্র, ইনি যিরোহমের পুত্র, ইনি ইলীয়েলের পুত্র, ইনি তোহের পুত্র, 35 ইনি সূফের পুত্র, ইনি ইল্কানার পুত্র, ইনি মাহতের পুত্র, ইনি অমাসয়ের পুত্র, 36 ইনি ইল্কানার পুত্র, ইনি যোয়েলের পুত্র, ইনি অসরিয়ের পুত্র, ইনি সফনিয়ের পুত্র, 37 ইনি তহতের পুত্র, ইনি অসীরের পুত্র, ইনি ইবীয়াসফের পুত্র, ইনি কোরহের পুত্র, 38 ইনি যিষহরের পুত্র, ইনি কহাতের পুত্র, ইনি লেবির পুত্র, ইনি ইস্রায়েলের পুত্র।
39 হেমনের ভ্রাতা আসফ, তিনি তাঁহার দক্ষিণদিকে দাঁড়াইতেন; সেই আসফ বেরিখিয়ের পুত্র, ইনি শিমিয়ের পুত্র, 40 ইনি মীখায়েলের পুত্র, ইনি বাসেয়ের পুত্র, ইনি মল্কিয়ের পুত্র, 41 ইনি ইৎনির পুত্র, ইনি সেরহের পুত্র, ইনি অদায়ার পুত্র, 42 ইনি এথনের পুত্র, ইনি সিম্মের পুত্র, ইনি শিমিয়ির পুত্র, 43 ইনি যহতের পুত্র, ইনি গের্শোমের পুত্র, ইনি লেবির পুত্র।
44 ইঁহাদের ভ্রাতৃগণ মরারি-সন্তানেরা ইঁহাদের বাম দিকে দাঁড়াইতেন; এথন কীশির পুত্র, ইনি অব্দির পুত্র, ইনি মল্লুকের পুত্র, 45 ইনি হশবিয়ের পুত্র, ইনি অমৎসিয়ের পুত্র, ইনি হিল্কিয়ের পুত্র, 46 ইনি অম্সির পুত্র, ইনি বানির পুত্র, ইনি শেমরের পুত্র, 47 ইনি মহলির পুত্র, ইনি মূশির পুত্র, ইনি মরারির পুত্র, ইনি লেবির পুত্র।
48 তাঁহাদের ভ্রাতৃগণ লেবীয়েরা ঈশ্বরের গৃহরূপ আবাসের সমস্ত সেবাকর্মের জন্য দত্ত হইয়াছিল। 49 কিন্তু হারোণ ও তাঁহার পুত্রগণ হোমীয় যজ্ঞবেদির ও ধূপবেদির উপরে উপহার দাহ করিতেন, ঈশ্বরের দাস মোশির সমস্ত আজ্ঞানুসারে অতিপবিত্র স্থানের সমস্ত কার্য এবং ইস্রায়েলের জন্য প্রায়শ্চিত্ত করিতেন।
50 হারোণের এই এই সন্তান; তাঁহার পুত্র ইলিয়াসর, তাঁহার পুত্র পীনহস, তাঁহার পুত্র অবীশূয়, 51 তাঁহার পুত্র বুক্কি, তাঁহার পুত্র উষি, তাঁহার পুত্র সরাহিয়, 52 তাঁহার পুত্র মরায়োৎ, তাঁহার পুত্র অমরিয়, তাঁহার পুত্র অহীটূব, 53 তাঁহার পুত্র সাদোক, তাঁহার পুত্র অহীমাস।
54 আর তাঁহাদের সীমার মধ্যে শিবির সন্নিবেশানুসারে এই সকল তাঁহাদের বাসস্থান; কহাতীয় গোষ্ঠীভুক্ত হারোণ-সন্তানগণের অধিকার এই, বাস্তবিক তাঁহাদের জন্য [প্রথম] গুলিবাঁট হইল। 55 ফলতঃ তাঁহাদিগকে যিহূদা-দেশস্থ হিব্রোণ ও তাহার চারিদিকের পরিসরভূমি দেওয়া গেল। 56 কিন্তু সেই নগরের ক্ষেত্র ও গ্রাম সকল যিফুন্নির পুত্র কালেবকে দেওয়া গেল। 57 আর হারোণ-সন্তানগণকে আশ্রয়-নগর হিব্রোণ, আর পরিসরের সহিত লিব্না, এবং যত্তীর ও পরিসরের সহিত ইষ্টিমোয়, 58 পরিসরের সহিত হিলেন, পরিসরের সহিত দবীর, 59 পরিসরের সহিত আশন, পরিসরের সহিত বৈৎশেমশ; 60 এবং বিন্যামীন-বংশ হইতে পরিসরের সহিত গেবা, পরিসরের সহিত আলেমৎ ও পরিসরের সহিত অনাথোৎ দেওয়া গেল, সর্বসুদ্ধ তাঁহাদের গোষ্ঠী অনুসারে তাঁহাদের তেরটি নগর হইল। 61 আর কহাতের অবশিষ্ট সন্তানদিগকে বংশের গোষ্ঠী হইতে, অর্ধবংশ অর্থাৎ মনঃশির অর্ধেক হইতে, গুলিবাঁট দ্বারা দশটি নগর দত্ত হইল।
62 গের্শোম-সন্তানগণকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখর-বংশ, আশের-বংশ, নপ্তালি-বংশ ও বাশনস্থ মনঃশি-বংশ হইতে তেরটি নগর দত্ত হইল। 63 মরারি-সন্তানগণকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে রূবেণ-বংশ, গাদ-বংশ ও সবূলূন-বংশ হইতে গুলিবাঁট দ্বারা বারোটি নগর দত্ত হইল। 64 ইস্রায়েল-সন্তানগণ লেবীয়দিগকে এই সকল নগর ও তাহাদের পরিসরভূমি দিল। 65 তাহারা গুলিবাঁট দ্বারা যিহূদা-সন্তানগণের বংশ ও শিমিয়োন-সন্তানগণের বংশ ও বিন্যামীন-সন্তানগণের বংশ হইতে স্ব স্ব নামে উল্লিখিত এই সকল নগর তাহাদিগকে দিল।
66 কহাৎ-সন্তানগণের কোন কোন গোষ্ঠী ইফ্রয়িম-বংশ হইতে আপন আপন অধিকারার্থে নগর পাইল। 67 তাহারা তাহাদিগকে পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ আশ্রয়-নগর শিখিম ও তাহার পরিসর, আর পরিসরের সহিত গেষর, 68 পরিসরের সহিত যক্মিয়াম, পরিসরের সহিত বৈৎ-হোরণ, 69 পরিসরের সহিত অয়ালোন ও পরিসরের সহিত গাৎ-রিম্মোণ; 70 এবং মনঃশির অর্ধবংশ হইতে পরিসরের সহিত আনের, পরিসরের সহিত বিল্য়ম, কহাতের অবশিষ্ট সন্তানগণের গোষ্ঠীর জন্য দিল। 71 আর গের্শোম-সন্তানগণকে মনঃশির অর্ধবংশের গোষ্ঠী হইতে পরিসরের সহিত বাশনস্থ গোলন ও পরিসরের সহিত অষ্টারোৎ; 72 এবং ইষাখর-বংশ হইতে পরিসরের সহিত কেদশ, পরিসরের সহিত দাবরৎ, 73 পরিসরের সহিত রামোৎ ও পরিসরের সহিত আনেম; 74 এবং আশের-বংশ হইতে পরিসরের সহিত মশাল, পরিসরের সহিত আব্দোন, 75 পরিসরের সহিত হূকোক ও পরিসরের সহিত রহোব; 76 এবং নপ্তালি-বংশ হইতে পরিসরের সহিত গালীলস্থ কেদশ, পরিসরের সহিত হম্মোন ও পরিসরের সহিত কিরিয়াথয়িম দত্ত হইল। 77 অবশিষ্ট [লেবীয়দিগকে], মরারির সন্তানদিগকে, সবূলূন-বংশ হইতে পরিসরের সহিত রিম্মোণো ও পরিসরের সহিত তাবোর; 78 এবং যিরীহোর নিকটে যর্দনের ওপারে, অর্থাৎ যর্দনের পূর্বপারে রূবেণ-বংশ হইতে পরিসরের সহিত প্রান্তরস্থ্থ বেৎসর, পরিসরের সহিত যাহসা, 79 পরিসরের সহিত কদেমোৎ ও পরিসরের সহিত মেফাৎ; 80 এবং গাদ-বংশ হইতে পরিসরের সহিত গিলিয়দস্থ রামোৎ, পরিসরের সহিত মহনয়িম, 81 পরিসরের সহিত হিষ্বোণ ও পরিসরের সহিত যাসের দত্ত হইল।
Currently Selected:
১ বংশাবলি ৬: বিবিএস
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.