YouVersion Logo
Search Icon

১ বংশাবলি ২

1 ইস্রায়েলের পুত্রগণ এই- রূবেণ, শিমিয়োন, লেবি ও যিহূদা, ইষাখর ও সবূলূন, 2 দান, যোষেফ ও বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।
যিহূদার বংশাবলি
3 যিহূদার সন্তান- এর, ওনন ও শেলা; তাঁহার এই তিন পুত্র কনানীয়া বৎ-শূয়ার গর্ভে জন্মিয়াছিল। যিহূদার জ্যেষ্ঠ পুত্র এর সদাপ্রভুর দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাহাকে মারিয়া ফেলিলেন। 4 পরে যিহূদার পুত্রবধূ তামর তাঁহার ঔরসে পেরসকে ও সেরহকে প্রসব করিল; সর্বসুদ্ধ যিহূদার পাঁচ পুত্র। 5 পেরসের সন্তান- হিষ্রোণ ও হামূল। 6 সেরহের সন্তান- শিম্রি, এথন, হেমন, কল্‌কোল ও দারা, সর্বসুদ্ধ পাঁচ জন। 7 কর্মির পুত্র আখন বর্জিত দ্রব্যের বিষয়ে সত্যলঙ্ঘন করিয়া ইস্রায়েলের কণ্টক হইয়াছিল। 8 এথনের পুত্র অসরিয়। 9 আর হিষ্রোণের ঔরসজাত পুত্র যিরহমেল, রাম, ও কালুবায়। 10 রামের সন্তান অম্মীনাদব, ও অম্মীনাদবের পুত্র যিহূদা-সন্তানগণের অধ্যক্ষ নহশোন। 11 আর নহশোনের পুত্র সল্‌মোন, ও সল্‌মোনের পুত্র বোয়স। 12 বোয়সের পুত্র ওবেদ ও ওবেদের পুত্র যিশয়। 13 যিশয়ের জ্যেষ্ঠ পুত্র ইলীয়াব, দ্বিতীয় অবীনাদব, তৃতীয় শম্ম, 14 চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়, 15 ষষ্ঠ ওৎসম, সপ্তম দায়ূদ। 16 আর তাঁহাদের ভগিনী সরূয়া ও অবীগল। সরূয়ার পুত্র- অবীশয়, যোয়াব ও অসাহেল, তিনজন। 17 আর অবীগলের পুত্র অমাসা; সেই অমাসার পিতা ইশ্মায়েলীয় যেথর। 18 আর হিষ্রোণের পুত্র কালেব আপন স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে কয়েকটি সন্তানের জন্ম দিল। অসূবার পুত্রগণ এই- যেশর, শোবব ও অর্দোন। 19 পরে অসূবা মরিলে কালেব ইফ্রাথাকে বিবাহ করিল। সে তাহার ঔরসে হূরকে প্রসব করিল। 20 হূরের পুত্র ঊরি, ঊরির পুত্র বৎসলেল। 21 পরে হিষ্রোণ গিলিয়দের পিতা মাখীরের কন্যার নিকটে গমন করিল, ষাট বৎসর বয়সে সে তাহাকে বিবাহ করিল, তাহাতে সেই স্ত্রী তাহার ঔরসে সগূবকে প্রসব করিল। 22 সগূবের পুত্র যায়ীর, গিলিয়দ দেশে তাঁহার তেইশটি নগর ছিল। 23 আর গশূর ও অরাম তাহাদের হইতে যায়ীরের গ্রাম সকল হরণ করিল, এবং সেই সঙ্গে কনাৎ ও তাহার উপনগর সকল অর্থাৎ ষাট নগর লইল। ইহারা সকলে গিলিয়দের পিতা মাখীরের সন্তান। 24 হিষ্রোণ কালেব-ইফ্রাথায় মারা গেলে পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁহার জন্য তকোয়ের পিতা অস্‌হূরকে প্রসব করিল।
25 হিষ্রোণের জ্যেষ্ঠ পুত্র যিরহমেলের এই সকল সন্তান; জ্যেষ্ঠ পুত্র রাম, পরে বূনা, 26 ওরণ, ওৎসম ও অহিয়। অটারা নামে যিরহমেলের অন্য এক স্ত্রী ছিল, সে ওনমের মাতা। 27 যিরহমেলের জ্যেষ্ঠ পুত্র রামের সন্তান মাষ, যামীন ও একর। 28 ওনমের সন্তান শম্ময় ও যাদা এবং শম্ময়ের সন্তান নাদব ও অবীশূর। 29 অবীশূরের স্ত্রীর নাম অবীহয়িল; সে তাহার ঔরসে অহবান ও মোলীদকে প্রসব করিল। 30 নাদবের সন্তান সেলদ ও অপ্পয়িম, কিন্তু সেলদ অপুত্রক হইয়া মরিল। 31 অপ্পয়িমের পুত্র যিশী ও যিশীর পুত্র শেশন, ও শেশনের পুত্র অহলয়। 32 শম্ময়ের ভ্রাতা যাদার সন্তান যেথর ও যোনাথন; যেথর অপুত্রক হইয়া মরিলেন। 33 যোনাথনের পুত্র পেলৎ ও সাসা। ইহারা যিরহমেলের সন্তান। 34 শেশনের পুত্র ছিল না, কেবল কন্যা ছিল, আর যার্হা নামে শেশনের এক মিসরীয় দাস ছিল। 35 পরে শেশন তাহার দাস যার্হার সহিত আপন কন্যার বিবাহ দিল, আর সে তাহার ঔরসে অত্তয়কে প্রসব করিল। 36 অত্তয়ের পুত্র নাথন,নাথনের পুত্র সাবদ; 37 সাবদের পুত্র ইফ্‌লল, ইফ্‌ললের পুত্র ওবেদ; 38 ওবেদের পুত্র যেহূ, যেহূর পুত্র অসরিয়; 39 অসরিয়ের পুত্র হেলস, হেলসের পুত্র ইলীয়াসা; 40 ইলীয়াসার পুত্র সিস্‌ময়, সিস্‌ময়ের পুত্র শল্লুম; 41 শল্লুমের পুত্র যিকমিয়, ও যিকমিয়ের পুত্র ইলীশামা।
42 যিরহমেলের ভ্রাতা কালেবের সন্তান; তাহার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হিব্রোণের পিতা মারেশার সন্তানগণ। 43 আর হিব্রোণের সন্তান- কোরহ, তপূহ, রেকম ও শেমা। 44 শেমার পুত্র যর্কিয়মের পিতা রহম। রেকমের পুত্র শম্ময়। 45 আর শম্ময়ের পুত্র মায়োন এবং মায়োন বৈৎ-সুরের পিতা। 46 আর কালেবের উপপত্নী ঐফা হারণকে, মোৎসাকে ও গাসেসকে প্রসব করিল, এবং হারণের সন্তান গাসেস। 47 আর যেহদয়ের সন্তান- রেগম, যোথম, গেসন, পেলট, ঐফা ও শাফ। 48 কালেবের উপপত্নী মাখা শেবরকে ও তির্হনঃকে প্রসব করিল। 49 আরও সে মদ্‌মন্নার পিতা শাফকে এবং মক্‌বেনার ও গিবিয়ার পিতা শিবাকে প্রসব করিল; আর কালেবের কন্যার নাম অক্‌ষা।
50 কালেবের এই এই সন্তান; ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র বিন্‌হূর; কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবল; 51 বৈৎলেহমের পিতা শল্‌ম, বৈৎ-গাদেরের পিতা হারেফ। 52 আর কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবলের পুত্র হরোয়া, মনূহোতের অর্ধাংশ। 53 আর কিরিয়ৎ-যিয়ারীমের গোষ্ঠী, যিত্রীয়, পূথীয়, শূমাথীয় ও মিশ্রায়ীয়গণ, ইহাদের হইতে সরাথীয় ও ইষ্টায়োলীয়েরা উৎপন্ন হইল। 54 শল্‌মের সন্তান বৈৎলেহম ও নটোফাতীয়গণ, অট্রোৎ-বেৎযোয়াব, ও মনহতীয়দের অর্ধাংশ, সরায়ীয়। 55 আর যাবেষ-নিবাসী লেখকদের গোষ্ঠী, তিরিয়াথীয়গণ, শিমিয়থীয়গণ, সূখাথীয়গণ। ইহারা কীনীয় গোষ্ঠী, রেখবকুলের পিতা হম্মতের বংশজাত।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ১ বংশাবলি ২