বিচারপতি ও জননায়কদের বিবরণ 1:18-19
বিচারপতি ও জননায়কদের বিবরণ 1:18-19 BENGALCL-BSI
যিহূদা গোষ্ঠী গাজা, আস্কেলন অথবা এক্রোণ এবং এই নগরগুলির আশেপাশের সমস্ত এলাকা অধিকার করতে পারেনি। কিন্তু পরমেশ্বর যিহুদা গোষ্ঠীর সহায় ছিলেন বলে তারা পার্বত্য অঞ্চল নিজেদের দখলে আনতে পেরেছিল কিন্তু সমতলের অধিবাসীদের উৎখাত করতে পারল না কারণ তাদের লোহার রথ ছিল।