YouVersion Logo
Search Icon

মার্ক 13:35-37

মার্ক 13:35-37 BENGALCL-BSI

সুতরাং তোমরা সতর্ক থেকো, গৃহকর্তা কখন ফিরবেন তোমাদের জানা নেই। তিনি সন্ধ্যাতেও ফিরতে পারেন অথবা মাঝরাতে, কিম্বা শেষরাতে বা সকালবেলায় ফিরতে পারেন। তাই সজাগ থেকো যেন হঠাৎ তিনি এসে পড়লে তোমাদের ঘুমন্ত না দেখেন। তোমাদের আমি যা বলছি, সবাইকেই তাই বলি, সজাগ থেকো।