YouVersion Logo
Search Icon

ইষ্রা 3:11

ইষ্রা 3:11 BENGALCL-BSI

প্রভু পরমেশ্বর মঙ্গলময় ইসরায়েলের প্রতি চির প্রেমময়। চির মঙ্গলময় তিনি প্রভু পরমেশ্বর ইসরায়েলের তরে প্রেম তাঁর চির অবিনশ্বর। চির মঙ্গলময় তিনি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের তরে কভু না ফুরায় অনন্ত প্রেম তাঁর। মঙ্গলময় প্রভু পরমেশ্বর সর্বশক্তিমান, ইসরায়েলের তরে তাঁর প্রেম চির প্রবহমান। উপরের এই গানের ধূয়াটি বার বার গেয়ে তাঁরা প্রভু পরমেশ্বরের স্তুতিগান করলেন। মন্দিরের ভিত্তিস্থাপনের কাজ আরম্ভ হয়েছে বলে তাঁরা প্রত্যেকে উচ্চকণ্ঠে প্রভু পরমেশ্বরের জয়গানে মুখর হলেন।