প্রেরিত 14:8-10
প্রেরিত 14:8-10 BENGALCL-BSI
লিস্ত্রায় পৌল যখন প্রচার করছিলেন, সেখানে একটি লোক তাঁর কথা শুনছিল। জন্ম থেকেই সে ছিল খঞ্জ। জীবনে কোনদিনই সে হাঁটেনি। পৌল তার মুখের দিকে চেয়ে বুঝলেন যে সুস্থতা লাভ করার মত বিশ্বাস তার আছে। তিনি তখন উচ্চকণ্ঠে তাকে বললেন, ওঠ, সোজা হয়ে দাঁড়াও। সে তখন এক লাফে উঠে দাঁড়িয়ে হাঁটতে আরম্ভ করল।