২ পিতর 2:21-22
২ পিতর 2:21-22 BENGALCL-BSI
ধর্মের পথ জানার পর তাদের যে সমস্ত পবিত্র নির্দেশ দেওয়া হয়েছিল তা অমান্য করার চেয়ে বরং সেই পথ না জানাই তাদের পক্ষে ভাল ছিল। তাদের সম্পর্কে এই প্রবাদবাক্য সত্য বলে প্রমাণিত হলঃ কুকুর ফিরে যায় নিজের বমির দিকে, স্নানের পরেও শুয়োর ছোটে কাদায় গড়াগড়ি দিতে।