১ করিন্থীয় 10:19-21
১ করিন্থীয় 10:19-21 BENGALCL-BSI
তাহলে আমার বক্তব্যের অর্থ কি এই যে প্রতিমার উদ্দেশে নিবেদিত বলির কিছু মূল্য আছে কিম্বা প্রতিমা একটি মূর্তি ছাড়া আরও বেশি কিছু? না, তা নয়। আমি বলতে চাই যে মূর্তিপূজকেরা যে বলি উৎসর্গ করে তা ঈশ্বরের উদ্দেশ্যে নয়, অপদেবতাদের উদ্দেশে। আমি চাই না যে অপদেবতাদেরর সঙ্গে তোমাদের কোন সম্পর্ক থাকে। প্রভুর পানপাত্র এবং অপদেবতাদের পানপাত্র, এই উভয় পাত্র থেকে তোমরা পান করতে পার না। তোমরা প্রভুর ভোজন এবং অপদেবতাদের ভোজ —এই উভয় ভোজে যোগ দিতে পার না।