YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 46

46
প্রধান বাদ্যকরের জন্য। কোরহ-সন্তানদের। স্বর, অলামোৎ। গীত।
1ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল।
তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়।
2অতএব আমরা ভয় করিব না—যদ্যপি পৃথিবী পরিবর্ত্তিত হয়,
যদ্যপি পর্ব্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে।
3তাহার জল গর্জ্জন করুক, উচ্চণ্ড হউক,
তাহার আস্ফালনে পর্ব্বতগণ কম্পিত হউক। সেলা।
4এক নদী আছে তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে,
পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।
5ঈশ্বর তাহার মধ্যবর্ত্তী, তাহা বিচলিত হইবে না;
প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবেন।
6জাতিগণ গর্জ্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল;
তিনি আপন রব ছাড়িলেন, পৃথিবী গলিয়া গেল।
7বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্ত্তী;
যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। সেলা।
8চল, সদাপ্রভুর কার্য্যকলাপ সন্দর্শন কর,
যিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন।
9তিনি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন;
তিনি ধনু ভগ্ন করেন, বড়শা খণ্ড খণ্ড করেন,
তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন।
10তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর;
আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব।
11বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্ত্তী;
যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। সেলা।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 46