YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 132

132
আরোহণ-গীত।
1সদাপ্রভু, তুমি দায়ূদের পক্ষে
তাঁহার সমস্ত কষ্ট স্মরণ কর।
2তিনি ত সদাপ্রভুর কাছে শপথ করিয়াছিলেন,
যাকোবের একবীরের কাছে মানত করিয়াছিলেন;
3আমি নিজ গৃহ-তাম্বুতে প্রবেশ করিব না,
নিজ শয়ন-খট্টায় উঠিব না;
4আমি নিজ চক্ষুকে নিদ্রা যাইতে দিব না,
চক্ষুর পাতাকে তন্দ্রা মগ্ন হইতে দিব না,
5যাবৎ দেখিতে না পাই সদাপ্রভুর নিমিত্ত এক স্থান,
যাকোবের একবীরের নিমিত্ত এক আবাস।
6দেখ, আমরা ইফ্রাথায় তাহার সংবাদ শুনিয়াছিলাম,
অরণ্যের ক্ষেত্রে তাহা পাইয়াছি।
7আইস, আমরা তাঁহার আবাসে যাই,
তাঁহার পাদপীঠে প্রণিপাত করি।
8হে সদাপ্রভু, উঠ, তোমার বিশ্রাম-স্থানে আইস,
তুমি ও তোমার শক্তির সিন্দুক আইস।
9তোমার যাজকগণ ধার্ম্মিকতা-পরিহিত হউক,
তোমার সাধুগণ আনন্দগান করুক।
10তুমি তোমার দাস দায়ূদের অনুরোধে
তোমার অভিষিক্ত ব্যক্তির মুখ ফিরাইও না।
11সদাপ্রভু দায়ূদের কাছে সত্যে শপথ করিয়াছেন,
তিনি তাহা হইতে ফিরিবেন না,
আমি তোমার তনুর ফল তোমার সিংহাসনে বসাইব।
12তোমার সন্তানগণ যদি পালন করে আমার নিয়ম,
আর আমার সাক্ষ্য, যাহা আমি তাহাদিগকে আদেশ করি,
তবে তাহাদের সন্তানগণও চিরতরে তোমার সিংহাসনে উপবিষ্ট থাকিবে।
13কারণ সদাপ্রভু সিয়োনকে মনোনীত করিয়াছেন,
তিনি আপন নিবাসের নিমিত্ত তাহা বাসনা করিয়াছেন।
14এই আমার চিরকালের বিশ্রামস্থান,
আমি এই স্থানে বাস করিব, যেহেতু তাহাই বাসনা করিয়াছি।
15আমি তাহার ভক্ষ্যে বিপুল আশীর্ব্বাদ করিব,
তাহার দরিদ্রগণকে অন্নদানে তৃপ্ত করিব।
16আমি তাহার যাজকগণকেও ত্রাণবস্ত্র পরিধান করাইব;
তাহার সাধুগণ উচ্চৈঃস্বরে আনন্দগান করিবে।
17আমি সেখানে দায়ূদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব;
আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি।
18আমি তাহার শত্রুগণকে লজ্জা-পরিহিত করিব;
কিন্তু তাহার মস্তকে তাহার মুকুট শোভা পাইবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা । 132