YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 109

109
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।
1হে আমার প্রশংসাপাত্র ঈশ্বর, নীরব থাকিও না।
2কেননা লোকে আমার বিরুদ্ধে দুষ্টতার মুখ ও ছলের মুখ খুলিয়াছে;
তাহারা মিথ্যাবাদী জিহ্বা দ্বারা আমার সহিত কথা কহিয়াছে।
3তাহারা দ্বেষবাক্যেও আমাকে ঘেরিয়াছে,
এবং অকারণে আমার সহিত যুদ্ধ করিয়াছে।
4আমার প্রেমের পরিবর্ত্তে তাহারা আমার বিপক্ষ হইয়াছে,
কিন্তু আমি প্রার্থনায় রত।
5তাহারা আমার উপরে হিতের পরিবর্ত্তে অহিত,
আমার প্রেমের পরিবর্ত্তে দ্বেষ রাখিয়াছে।
6তুমি সেই ব্যক্তির উপরে দুর্জ্জনকে নিযুক্ত কর;
বিপক্ষ তাহার দক্ষিণে দাঁড়াইয়া থাকুক।
7বিচার সময়ে সে দোষীকৃত হউক,
তাহার প্রার্থনা পাপরূপে গণিত হউক।
8তাহার আয়ুঃ অল্প হউক,
অন্য ব্যক্তি তাহার অধ্যক্ষপদ প্রাপ্ত হউক।
9তাহার সন্তানগণ পিতৃহীন হউক,
তাহার স্ত্রী বিধবা হউক।
10তাহার সন্তানগণ ভ্রমণ করিতে করিতে ভিক্ষা করুক,
আপনাদের উৎসন্ন স্থান হইতে দূরে [খাদ্য] অন্বেষণ করুক।
11মহাজন তাহার সর্ব্বস্ব আটক করুক,
অপর লোকেরা তাহার শ্রমফল লুট করুক।
12তাহার প্রতি কৃপা করে, এমন কেহ না থাকুক,
তাহার অনাথ সন্তানদের প্রতি কেহ অনুগ্রহ না করুক।
13তাহার ভাবী বংশ উচ্ছিন্ন হউক,
পরপুরুষের সময়ে তাহাদের নাম লুপ্ত হউক।
14তাহার পিতৃগণের অধর্ম্ম সদাপ্রভুর স্মরণে থাকুক,
তাহার মাতার পাপ লুপ্ত না হউক।
15সে সকল সর্ব্বদা সদাপ্রভুর সাক্ষাতে থাকুক,
যেন তিনি পৃথিবী হইতে তাহাদের স্মৃতি লোপ করেন।
16কেননা সে দয়া করিবার বিষয় মনে করিত না,
কিন্তু তাড়না করিত দুঃখী ও দরিদ্র ব্যক্তিকে,
ও ভগ্নান্তঃকরণ লোককে, বধ করিবার নিমিত্ত।
17সে অভিশাপ দিতে ভালবাসিত, তাহা তাহারই প্রতি ঘটিল;
আশীর্ব্বাদ করিতে তাহার প্রীতি হইত না, তাহা তাহা হইতে দূরে রহিল।
18সে অভিশাপকে বস্ত্রের ন্যায় পরিধান করিত,
তাহা তাহার অন্তরে জলের ন্যায় প্রবেশ করিল,
তাহার অস্থিতে তৈলের ন্যায় প্রবিষ্ট হইল।
19তাহা তাহার পক্ষে পরিধানার্থক বস্ত্রের ন্যায়,
ও নিত্য কটিবন্ধনের ন্যায় হউক।
20সদাপ্রভু হইতে এই ফল পায় আমার বিপক্ষেরা,
আমার প্রাণের বিরুদ্ধে যাহারা দুর্ব্বাক্য বলে, তাহারা।
21কিন্তু, হে প্রভু সদাপ্রভু, নিজ নামের অনুরোধে আমার সহিত ব্যবহার কর;
তোমার দয়া মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার কর।
22কেননা আমি দুঃখী ও দরিদ্র,
এবং আমার অন্তরে হৃদয় আহত হইয়াছে।
23আমি হেলিয়া পড়া ছায়ার ন্যায় অতীত হইতেছি,
পঙ্গপালের ন্যায় ইতস্ততঃ চালিত হইতেছি।
24উপবাস দ্বারা আমার হাঁটু দুর্ব্বল হইয়াছে,
বসার অভাবে আমার মাংস বিকৃত হইয়াছে।
25আর আমি উহাদের কাছে তিরস্কারের পাত্র হইয়াছি;
আমাকে দেখিলেই তাহারা মাথা নাড়ে।
26হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার সাহায্য কর,
নিজ দয়ানুসারে আমার পরিত্রাণ কর,
27যেন তাহারা জানিতে পায় যে, এ তোমার হস্ত,
তুমিই, হে সদাপ্রভু, এই সকল করিয়াছ।
28তাহারা শাপ দিউক, কিন্তু তুমি আশীর্ব্বাদ করিও;
তাহারা উঠিলে লজ্জিত হইবে, কিন্তু তোমার এই দাস আনন্দ করিবে।
29আমার বিপক্ষগণ অপমান-পরিহিত হইবে,
উত্তরীয়ের ন্যায় লজ্জায় আচ্ছাদিত হইবে।
30আমি নিজ মুখে সদাপ্রভুর অতিশয় স্তব করিব,
লোকারণ্যের মধ্যে তাঁহার প্রশংসা করিব।
31কারণ তিনি দরিদ্রের দক্ষিণে দাঁড়াইয়া থাকেন,
যেন তাহার প্রাণের বিচারকদের হইতে তাহাকে ত্রাণ করেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা । 109