YouVersion Logo
Search Icon

বিচারকর্ত্তৃগণের বিবরণ। 7:4

বিচারকর্ত্তৃগণের বিবরণ। 7:4 BENGALI-BSI

পরে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, লোক এখনও অধিক আছে; তুমি তাহাদিগকে লইয়া ঐ জলের কাছে নামিয়া যাও; সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব; তাহাতে যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে; এবং যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে না, সে যাইবে না।

Video for বিচারকর্ত্তৃগণের বিবরণ। 7:4