YouVersion Logo
Search Icon

যিশাইয় ভাববাদীর পুস্তক। 55

55
পরিত্রাণ গ্রহনার্থে নিমন্ত্রণ।
1অহো, তৃষিত লোক সকল,
তোমরা জলের কাছে আইস;
যাহার রৌপ্য নাই, আইসুক; তোমরা আইস, খাদ্য ক্রয় কর, ভোজন কর;
হাঁ, আইস, বিনা রৌপ্যে খাদ্য, বিনা মূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় কর।
2কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৌল করিতেছ,
যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য স্বস্ব শ্রমফল দিতেছ?
শুন, আমার কথা শুন, উত্তম ভক্ষ্য ভোজন কর,
পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হউক।
3কর্ণপাত কর, আমার নিকটে আইস;
শ্রবণ কর, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে;
আর আমি তোমাদের সহিত এক নিত্যস্থায়ী নিয়ম করিব,
দায়ূদের [প্রতি কৃত] অটল দয়া স্থির করিব।
4দেখ, আমি তাঁহাকে জাতিগণের সাক্ষীরূপে,
জাতিগণের নায়ক ও আদেষ্টারূপে নিযুক্ত করিলাম।
5দেখ, তুমি যে জাতিকে জান না,
তাহাকে আহ্বান করিবে; যে জাতি তোমাকে জানিত না,
সে তোমার কাছে দৌড়িয়া আসিবে; ইহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিমিত্ত,
ইস্রায়েলের পবিত্রতমের হেতু ঘটিবে, কেননা তিনি তোমাকে গৌরবান্বিত করিয়াছেন।
6সদাপ্রভুর অন্বেষণ কর, যাবৎ তাঁহাকে পাওয়া যায়,
তাঁহাকে ডাক, যাবৎ তিনি নিকটে থাকেন;
7দুষ্ট আপন পথ, অধার্ম্মিক আপন সঙ্কল্প ত্যাগ করুক;
এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক,
তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন;
আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক,
কেননা তিনি প্রচুররূপে ক্ষমা করিবেন।
8কারণ সদাপ্রভু কহেন, আমার সঙ্কল্প সকল ও তোমাদের সঙ্কল্প সকল এক নয়,
এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়।
9কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ,
তোমাদের পথ হইতে আমার পথ,
ও তোমাদের সঙ্কল্প হইতে আমার সঙ্কল্প তত উচ্চ।
10বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে,
আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আদ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে,
এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ্য দেয়,
আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে;
11তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না,
কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে,
এবং যে জন্য তাহা প্রেরণ করি, সে বিষয়ে সিদ্ধার্থ হইবে।
12কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাইবে,
এবং শান্তিতে তোমাদিগকে লইয়া যাওয়া হইবে।
পর্ব্বত ও উপপর্ব্বতগণ তোমাদের সমক্ষে উচ্চৈঃস্বরে আনন্দগান করিবে,
এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে।
13কন্টকবৃক্ষের পরিবর্ত্তে দেবদারু,
শ্যাকুলের পরিবর্ত্তে গুলমেঁদি উৎপন্ন হইবে;
আর তাহা সদাপ্রভুর কীর্ত্তিস্বরূপ হইবে,
লোপহীন নিত্যস্থায়ী চিহ্ন হইবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিশাইয় ভাববাদীর পুস্তক। 55