YouVersion Logo
Search Icon

যিশাইয় ভাববাদীর পুস্তক। 26

26
1সেই দিন যিহূদা দেশে এই গীত গান করা হইবে;
আমাদের এক দৃঢ় নগর আছে;
তিনি পরিত্রাণকে প্রাচীর ও পরিখাস্বরূপ করিবেন।
2তোমরা পুরদ্বার সকল মুক্ত কর,
বিশ্বস্ততা-পালনকারী ধার্ম্মিক জাতি প্রবেশ করিবে।
3যাহার মন তোমাতে সুস্থির,
তুমি তাহাকে শান্তিতে, শান্তিতেই রাখিবে,
কেননা তোমাতেই তাহার নির্ভর।
4তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখ;
কেননা সদাপ্রভু যিহোবাতেই যুগসমূহের শৈল।
5কারণ তিনি ঊর্দ্ধলোক-নিবাসীদিগকে,
উন্নত নগরকে, অবনত করিয়াছেন;
তিনি তাহা অবনত করেন অবনত করিয়া ভূমিসাৎ করেন,
ধূলিশায়ী পর্য্যন্ত করেন।
6লোকদের চরণ—দুঃখীদের পদ ও দরিদ্রদের
পাদবিক্ষেপ—তাহা দলিত করিবে।
7ধার্ম্মিকের পথ সরলতায়,
তুমি ধার্ম্মিকের মার্গ সমান করিয়া সরল করিতেছ।
8হাঁ, আমরা তোমার শাসন-পথেই, হে সদাপ্রভু,
তোমার অপেক্ষায় রহিয়াছি;
আমাদের প্রাণ তোমার নামের ও তোমার স্মরণচিহ্নের আকাঙ্ক্ষা করে।
9রাত্রিকালে আমি প্রাণের সহিত তোমার আকাঙ্ক্ষা করিয়াছি; হাঁ,
সযত্নে আমার অন্তরস্থ আত্মা দ্বারা তোমার অন্বেষণ করিব,
কেননা পৃথিবীতে তোমার শাসনকলাপ প্রচলিত হইলে,
জনন্নিবাসীরা ধার্ম্মিকতা শিক্ষা করিবে।
10দুষ্ট লোক কৃপা পাইলেও ধার্ম্মিকতা শিখে না;
সরলতার দেশে সে অন্যায় করে, সদাপ্রভুর মহিমা দেখে না।
11হে সদাপ্রভু, তোমার হস্ত উত্তোলিত হইয়াছে,
তবু তাহারা দেখে না; কিন্তু তাহারা প্রজাগণের পক্ষে তোমার উদ্যোগ দেখিবে ও লজ্জা পাইবে,
হাঁ, অগ্নি তোমার বিপক্ষদিগকে দদ্ধ করিবে।
12হে সদাপ্রভু, তুমি আমাদের নিমিত্ত শান্তি নিরূপণ করিবে,
কেননা আমাদের সমস্ত কার্য্যই তুমি আমাদের নিমিত্ত সাধন করিয়া আসিতেছ।
13হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি ব্যতীত অন্য প্রভুরা আমাদের উপরে কর্ত্তৃত্ব করিয়াছিল;
কিন্তু কেবল তোমারই সাহায্যে আমরা তোমার নামের কীর্ত্তন করিব।
14মৃতেরা আর জীবিত হইবে না, প্রেতগণ আর উঠিবে না;
এই জন্য তুমি প্রতিফল দিয়া উহাদিগকে সংহার করিয়াছ,
উহাদের নাম পর্য্যন্ত লুপ্ত করিয়াছ।
15তুমি এই জাতির বৃদ্ধি করিয়াছ,
হে সদাপ্রভু, তুমি এই জাতির বৃদ্ধি করিয়াছ;
তুমি গৌরবান্বিত হইয়াছ, তুমি দেশের সকল সীমা বিস্তার করিয়াছ।
16হে সদাপ্রভু, সঙ্কটের সময়ে লোকেরা তোমার অপেক্ষায় ছিল,
তোমা হইতে শাস্তি পাইবার সময়ে মৃদু স্বরে বিনয় করিত।
17গর্ভবতী স্ত্রী আসন্নপ্রসবকালে ব্যথা খাইতে খাইতে যেমন ক্রন্দন করে,
হে সদাপ্রভু, আমরা তোমার সাক্ষাতে তাহার ন্যায় হইয়াছি।
18আমরা গর্ভিণী হইয়াছি, আমরা ব্যথা খাইয়াছি,
যেন বায়ু প্রসব করিয়াছি; আমাদের দ্বারা দেশে পরিত্রাণ সিদ্ধ হয় নাই,
জগন্নিবাসীরা ভূমিষ্ঠ হয় নাই।
19তোমার মৃতেরা জীবিত হইবে, আমার শবসমূহ উঠিবে;
হে ধূলি-নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির দীপ্তির শিশির তুল্য,
এবং ভূমি প্রেতদিগকে ভূমিষ্ঠ করিবে।
20হে আমার জাতি, চল, তোমার অন্তরাগারে প্রবেশ কর, তোমার দ্বার সকল রুদ্ধ কর; অল্পক্ষণ মাত্র লুক্কায়িত থাক, যে পর্য্যন্ত ক্রোধ অতীত না হয়। 21কেননা দেখ, সদাপ্রভু আপন স্থান হইতে নির্গমন করিতেছেন, পৃথিবী-নিবাসীদের অপরাধের প্রতিফল দিবার নিমিত্ত; পৃথিবী আপনার [উপরে পাতিত] রক্ত প্রকাশ করিবে, আপনার নিহতদিগকে আর আচ্ছাদিত রাখিবে না।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিশাইয় ভাববাদীর পুস্তক। 26