YouVersion Logo
Search Icon

ইব্রীয়। 1

1
যীশু খ্রীষ্ট সর্ব্বপ্রধান মধ্যস্থ।
যীশু দূতগণ অপেক্ষা মহান্‌।
1ঈশ্বর পূর্ব্বকালে বহুভাগে ও বহুরূপে ভাববাদিগণে পিতৃলোকদিগকে কথা বলিয়া, 2এই শেষ কালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। তিনি ইঁহাকেই সর্ব্বাধিকারী দায়াদ করিয়াছেন, এবং ইঁহারই দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন। 3ইনি তাঁহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক, এবং আপন পরাক্রমের বাক্যে সমুদয়ের ধারণকর্ত্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্দ্ধলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন।
4স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন। 5কারণ ঈশ্বর ঐ দূতগণের মধ্যে কাহাকে কোন্‌ সময়ে বলিয়াছেন, “তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি,” আবার, “আমি তাঁহার পিতা হইব, ও তিনি আমার পুত্র হইবেন”#গীত 2:7।; 2 শমূয়েল 7:14।?
6আর যখন তিনি প্রথমজাতকে আবার#1:6 (বা) আবার যখন তিনি প্রথমজাতকে। জগতে আনেন, তখন বলেন,
“ঈশ্বরের সকল দূত ইহাঁর ভজনা করুক”।
7আর দূতগণের বিষয়ে তিনি বলেন,
“তিনি আপন দূতগণকে বায়ুস্বরূপ করেন, আপন সেবকদিগকে অগ্নিশিখাস্বরূপ করেন।”#গীত 104:4।
8কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন,
“হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী;
আর সারল্যের শাসনদণ্ডই তাঁহার রাজ্যের শাসনদণ্ড।
9তুমি ধার্ম্মিকতাকে প্রেম, ও দুষ্টতাকে ঘৃণা করিয়াছ;
এই কারণ ঈশ্বর, তোমার ঈশ্বর,
তোমাকে অভিষিক্ত করিয়াছেন,
তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ-তৈলে।”#গীত 45:6,7।
10আর, “হে প্রভু, তুমিই আদিতে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছ,
আকাশমণ্ডলও তোমার হস্তের রচনা।
11সে সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমিই নিত্যস্থায়ী;
সে সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে,
12তুমি পরিচ্ছদের ন্যায় সে সকল জড়াইবে,
বস্ত্রের ন্যায় জড়াইবে, আর সে সমস্তের পরিবর্ত্তন হইবে; কিন্তু তুমি যে, সেই আছ,
এবং তোমার বৎসর সকল কখনও শেষ হইবে না।”#গীত 102:25-27।
13কিন্তু তিনি দূতগণের মধ্যে কাহাকে কোন্‌ সময়ে বলিয়াছেন,
“তুমি আমার দক্ষিণে বস,
যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি”?#গীত 110:1।
14উহাঁরা সকলে কি সেবাকারী আত্মা নহেন? যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহাঁরা কি তাহাদের পরিচর্য্যার জন্য প্রেরিত নহেন?

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in