YouVersion Logo
Search Icon

দ্বিতীয় বিবরণ। 33

33
ইস্রায়েলের প্রতি মোশির আশীর্ব্বাদ।
1আর ঈশ্বরের লোক মোশি মৃত্যুর পূর্ব্বে ইস্রায়েল-সন্তানগণকে যে আশীর্ব্বাদে আশীর্ব্বাদ করিলেন, তাহা এই।
2তিনি কহিলেন, সদাপ্রভু সীনয় হইতে আসিলেন,
সেয়ীর হইতে তাহাদের প্রতি উদিত হইলেন;
পারণ পর্ব্বত হইতে আপন তেজ-প্রকাশ করিলেন,
অযুত অযুত পবিত্রের নিকট হইতে আসিলেন;
তাহাদের জন্য তাঁহার দক্ষিণ হস্তে অগ্নিময় ব্যবস্থা ছিল।
3নিশ্চয় তিনি গোষ্ঠীদিগকে প্রেম করেন,
তাঁহার পবিত্রগণ সকলে তোমার হস্তগত;
তাহারা তোমার চরণতলে বসিল,
প্রত্যেকে তোমার বাক্য গ্রহণ করিল।
4মোশি আমাদিগকে ব্যবস্থা আদেশ করিলেন।
তাহা যাকোবের সমাজের অধিকার।
5যখন জনাধ্যক্ষেরা সমাগত হইল,
ইস্রায়েলের সমস্ত বংশ একত্র হইল,
তখন যিশুরূণে এক রাজা ছিলেন।
6রূবেণ বাঁচিয়া থাকুক, তাহার মৃত্যু না হউক,
তথাপি তাহার লোক অল্পসংখ্যক হউক।
7আর যিহূদার বিষয়ে তিনি কহিলেন,
হে সদাপ্রভু, যিহূদার রব শুন,
তাহার লোকদের নিকটে তাহাকে আন;
সে স্বহস্তে আপনার পক্ষে যুদ্ধ করিল,
তুমি শত্রুদের বিরুদ্ধে তাহার সাহায্যকারী হইবে।
8আর লেবির বিষয়ে তিনি কহিলেন,
তোমার সেই সাধুর#33:8 (বা) প্রিয় পাত্রের। সহিত তোমার তুম্মীম ও ঊরীম রহিয়াছে;
যাহার পরীক্ষা তুমি মঃসাতে করিলে,
যাহার সহিত মরীবায় জল সমীপে বিবাদ করিলে।
9সে আপন পিতার ও আপন মাতার বিষয়ে বলিল, আমি তাহাকে দেখি নাই;
সে আপন ভ্রাতাদিগকে স্বীকার করিল না,
আপন সন্তানগণকেও চিনিল না;
কেননা তাহারা তোমার বাক্য রক্ষা করিয়াছে,
এবং তোমার নিয়ম পালন করে।
10তাহারা যাকোবকে তোমার শাসন,
ইস্রায়েলকে তোমার ব্যবস্থা শিক্ষা দিবে;
তাহারা তোমার সম্মুখে ধূপ রাখিবে,
তোমার বেদির উপরে পূর্ণাহুতি রাখিবে।
11সদাপ্রভো, তাহার সম্পত্তিতে আশীর্ব্বাদ কর,
তাহার হস্তের কর্ম্ম গ্রাহ্য কর;
তাহাদের কটিদেশ আঘাত কর, যাহারা তাহার বিরুদ্ধে উঠে,
যাহারা তাহাকে দ্বেষ করে, যেন তাহারা আর উঠিতে না পারে।
12বিন্যামীনের বিষয়ে তিনি কহিলেন,
সদাপ্রভুর প্রিয় জন তাঁহার নিকটে নির্ভয়ে বাস করিবে;
তিনি সমস্ত দিন তাহাকে আচ্ছাদন করেন,
সে তাঁহার বগলে বাস করে।
13আর যোষেফের বিষয়ে তিনি কহিলেন,
তাহার দেশ সদাপ্রভুর আশীর্ব্বাদযুক্ত হউক,
আকাশের উত্তম উত্তম দ্রব্য ও শিশির দ্বারা,
অধোবিস্তীর্ণ জলধি দ্বারা,
14সূর্য্যপক্ব ফলের উত্তম উত্তম দ্রব্য দ্বারা,
চান্দ্রমাসের পালায় পক্ব উত্তম উত্তম দ্রব্য দ্বারা,
15পুরাতন পর্ব্বতগণের প্রধান প্রধান দ্রব্য দ্বারা,
চিরন্তন গিরিমালার উত্তম উত্তম দ্রব্য দ্বারা,
16পৃথিবীর উত্তম উত্তম দ্রব্য ও তৎপূর্ণতা দ্বারা;
আর যিনি ঝোপবাসী, তাঁহার সন্তোষ হউক;
সেই আশীর্ব্বাদ বর্ত্তুক যোষেফের মস্তকে;
ভ্রাতৃগণ হইতে পৃথক্‌কৃতের মস্তকের তালুতে।
17তাহার প্রথমজাত বৃষভ শোভাযুক্ত,
তাহার শৃঙ্গযুগল গবয়ের শৃঙ্গ;
তদ্দ্বারা সে পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত সমস্ত জাতিকে গুতাইবে;
সেই শৃঙ্গযুগল ইফ্রয়িমের অযুত অযুত লোক,
মনঃশির সহস্র সহস্র লোক।
18আর সবূলূনের বিষয়ে তিনি কহিলেন,
সবূলূন! তুমি আপন যাত্রাতে আনন্দ কর,
ইষাখর! তুমি আপন তাম্বুতে আনন্দ কর।
19ইহারা গোষ্ঠীদিগকে পর্ব্বতে আহ্বান করিবে;
সে স্থানে ধার্ম্মিকতার বলি উৎসর্গ করিবে,
কেননা ইহারা সমুদ্রের বহুল দ্রব্য,
এবং বালুকার গুপ্ত ধন সকল শোষণ করিবে।
20আর গাদের বিষয়ে তিনি কহিলেন,
ধন্য তিনি, যিনি গাদকে বিস্তার করেন;
সে সিংহীর ন্যায় বসতী করে,
সে বাহু এবং মস্তকের তালুও বিদীর্ণ করে।
21সে আপনার জন্য অগ্রিমাংশ নিরীক্ষণ করিল;
কারণ তথায় অধিপতির অধিকার রক্ষিত হইল;
আর সে লোকদের অধ্যক্ষগণের সঙ্গে আসিল;
সদাপ্রভুর ধার্ম্মিকতা সিদ্ধ করিল,
ইস্রায়েল সম্বন্ধে তাঁহার শাসন সিদ্ধ করিল।
22আর দানের বিষয়ে তিনি কহিলেন,
দান সিংহশাবক,
যে বাশন হইতে লম্ফ দেয়।
23আর নপ্তালির বিষয়ে তিনি কহিলেন,
নপ্তালি! তুমি অনুগ্রহে তৃপ্ত,
আর সদাপ্রভুর আশীর্ব্বাদে পরিপূর্ণ;
তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর।
24আর আশেরের বিষয়ে তিনি কহিলেন,
পুত্রগণে আশের আশীর্ব্বাদযুক্ত হউক,
সে আপন ভ্রাতাদের কাছে অনুগৃহীত হউক,
সে আপন চরণ তৈলে মগ্ন করুক।
25তোমার অর্গল লৌহ ও পিত্তলময় হইবে,
তোমার যেমন দিন, তেমনি শক্তি হইবে।
26হে যিশুরূণ, ঈশ্বরের তুল্য কেহ নাই;
তিনি তোমার সাহায্যার্থে আকাশরথে,
নিজ গৌরবে গগনরথে যাতায়াত করেন।
27অনাদি ঈশ্বর তোমার বাসস্থান,
নিম্নে অনন্তস্থায়ী বাহুযুগল;
তিনি তোমার সম্মুখ হইতে শত্রুকে দূর করিলেন,
আর বলিলেন, বিনাশ কর।
28তাই ইস্রায়েল নির্ভয়ে বাস করে,
যাকোবের উৎস একাকী থাকে,
শস্যের ও দ্রাক্ষারসের দেশে বাস করে;
আর তাহার আকাশ হইতেও শিশির ক্ষরে।
29হে ইস্রায়েল! ধন্য তুমি, তোমার তুল্য কে?
তুমি সদাপ্রভু কর্ত্তৃক নিস্তারপ্রাপ্ত জাতি,
তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার ঔৎকর্ষ্যের খড়গ।
তোমার শত্রুগণ তোমার কর্ত্তৃত্ব স্বীকার করিবে,
আর তুমিই তাহাদের উচ্চস্থলী সকল দলন করিবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for দ্বিতীয় বিবরণ। 33