গালাতীয় 6:3-5
গালাতীয় 6:3-5 SBCL
কিছু না হয়েও যদি কেউ নিজেকে বিশেষ কিছু বলে মনে করে তবে তো সে নিজেকে ঠকায়। প্রত্যেকে নিজের কাজ পরীক্ষা করে দেখুক। তাহলে অন্যের সংগে নিজের তুলনা না করে তার নিজের কাজের জন্য সে গর্ববোধ করতে পারবে, কারণ প্রত্যেকেরই উচিত নিজের দায়িত্ব বয়ে নেওয়া।