1
রোমীয় 13:14
Kitabul Mukkadas
তোমরা কাপড়ের মত করে হযরত ঈসা মসীহ্কে দিয়ে নিজেদের ঢেকে ফেল; গুনাহ্-স্বভাবের ইচ্ছা পূর্ণ করবার দিকে মন দিয়ো না।
Compare
Explore রোমীয় 13:14
2
রোমীয় 13:8
অন্যের কাছে এক মহব্বতের ঋণ ছাড়া আর অন্য কোন ঋণ যেন তোমাদের না থাকে। যারা অন্যকে মহব্বত করে তারা মূসার শরীয়ত মেনে চলেছে।
Explore রোমীয় 13:8
3
রোমীয় 13:1
প্রত্যেকেই দেশের শাসনকর্তাদের মেনে চলুক, কারণ আল্লাহ্ যাঁকে শাসনকর্তা করেন তিনি ছাড়া আর কেউই শাসনকর্তা হতে পারেন না। আল্লাহ্ শাসনকর্তাদের নিযুক্ত করেছেন
Explore রোমীয় 13:1
4
রোমীয় 13:12
রাত প্রায় শেষ, ভোর হয়ে আসছে; এইজন্য এস, আমরা অন্ধকারের কাজ ছেড়ে দিয়ে নূরের অস্ত্রশস্ত্র তুলে নিই।
Explore রোমীয় 13:12
5
রোমীয় 13:10
মহব্বত করলে কেউ কারও ক্ষতি করে না। তাহলে দেখা যায়, মহব্বতের মধ্য দিয়েই সমস্ত শরীয়ত পালন করা হয়।
Explore রোমীয় 13:10
6
রোমীয় 13:7
যাঁর যা পাওনা তাঁকে তা দাও। যিনি খাজনা আদায় করেন তাঁকে খাজনা দাও; যিনি শুল্ক আদায় করেন তাঁকে শুল্ক দাও; যাঁকে শ্রদ্ধা করা উচিত তাঁকে শ্রদ্ধা কর; যাঁকে সম্মান করা উচিত তাঁকে সম্মান কর।
Explore রোমীয় 13:7
Home
Bible
Plans
Videos