ছেলে আমার, তুমি যদি আমার কথা শোন
আর তোমার অন্তরের মধ্যে আমার সব হুকুম
জমা করে রাখ,
যদি সুবুদ্ধির কথায় কান দাও
আর বিচারবুদ্ধির দিকে মনোযোগ দাও,
যদি বিবেচনা-শক্তিকে ডাক
আর চিৎকার করে ডাক বিচারবুদ্ধিকে,
যদি রূপা খুঁজবার মত করে সুবুদ্ধির তালাশ কর
আর গুপ্তধনের মত তা তালাশ করে দেখ,
তাহলে মাবুদের প্রতি ভয় কি,
তা তুমি বুঝতে পারবে আর আল্লাহ্ সম্বন্ধে জ্ঞান পাবে