1
মার্ক 11:24
Kitabul Mukkadas
সেইজন্য আমি তোমাদের বলছি, মুনাজাতের মধ্যে তোমরা যা কিছু চাও, বিশ্বাস কোরো তোমরা তা পেয়েছ, আর তোমাদের জন্য তা-ই হবে।
Compare
Explore মার্ক 11:24
2
মার্ক 11:23
আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ অন্তরে কোন সন্দেহ না রেখে এই পাহাড়টাকে বলে, ‘উঠে সাগরে গিয়ে পড়,’ আর বিশ্বাস করে যে, সে যা বলল তা-ই হবে, তবে তার জন্য তা-ই করা হবে।
Explore মার্ক 11:23
3
মার্ক 11:25-26
তোমরা যখন মুনাজাত কর তখন কারও বিরুদ্ধে যদি তোমাদের কোন কথা থাকে তবে তাকে মাফ কোরো, যেন তোমাদের বেহেশতী পিতা তোমাদেরও গুনাহ্ মাফ করতে পারেন।”
Explore মার্ক 11:25-26
4
মার্ক 11:22
তখন ঈসা বললেন, “আল্লাহ্র উপরে বিশ্বাস রাখ।
Explore মার্ক 11:22
5
মার্ক 11:17
পরে শিক্ষা দেবার সময় তিনি সেই লোকদের বললেন, “কিতাবে কি এই কথা লেখা নেই যে, ‘আমার ঘরকে সমস্ত জাতির মুনাজাতের ঘর বলা হবে’? কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করে তুলেছ!”
Explore মার্ক 11:17
6
মার্ক 11:9
যারা ঈসার সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল, “মারহাবা! মাবুদের নামে যিনি আসছেন তাঁর প্রশংসা হোক।
Explore মার্ক 11:9
7
মার্ক 11:10
আমাদের পিতা দাউদের যে রাজ্য আসছে তার প্রশংসা হোক। বেহেশতেও মারহাবা!”
Explore মার্ক 11:10
Home
Bible
Plans
Videos