1
ইশাইয়া 11:2-3
Kitabul Mukkadas
তাঁর উপর থাকবেন মাবুদের রূহ্, জ্ঞান ও বুঝবার রূহ্, পরামর্শ ও শক্তির রূহ্, বুদ্ধি ও মাবুদের প্রতি ভয়ের রূহ্। তিনি মাবুদের প্রতি ভয়ে আনন্দিত হবেন। তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না, কিংবা কানে যা শুনবেন তা দিয়ে মীমাংসা করবেন না
Compare
Explore ইশাইয়া 11:2-3
2
ইশাইয়া 11:1
ইয়াসিরের গোড়া থেকে একটা নতুন চারা বের হবেন; তাঁর মূলের সেই চারায় ফল ধরবে।
Explore ইশাইয়া 11:1
3
ইশাইয়া 11:4
কিন্তু অভাবীদের প্রতি ন্যায়বিচার করবেন, আর দুনিয়ার গরীবদের ব্যাপার সততার সংগে মীমাংসা করবেন। লাঠির মত করে তিনি মুখের কথায় দুনিয়াকে আঘাত করবেন, আর দুষ্টদের হত্যা করবেন তাঁর মুখের শ্বাসে।
Explore ইশাইয়া 11:4
4
ইশাইয়া 11:5
সততা হবে তাঁর কোমর-বাঁধনি আর বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়াবার পটি।
Explore ইশাইয়া 11:5
5
ইশাইয়া 11:9
আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায় কেউ ক্ষতিও করবে না, ধ্বংসও করবে না, কারণ সমুদ্র যেমন পানিতে পরিপূর্ণ থাকে তেমনি মাবুদের বিষয়ে জ্ঞানে দুনিয়া পরিপূর্ণ হবে।
Explore ইশাইয়া 11:9
6
ইশাইয়া 11:6
নেকড়েবাঘ ভেড়ার বাচ্চার সংগে বাস করবে, চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলের বাচ্চার সংগে; গরুর বাচ্চা, যুব সিংহ ও মোটাসোটা বাছুর একসংগে থাকবে, আর ছোট ছেলে তাদের চরাবে।
Explore ইশাইয়া 11:6
7
ইশাইয়া 11:10
সেই দিন ইয়াসিরের মূল সব জাতির জন্য নিশানের মত হয়ে দাঁড়াবেন; সব জাতি তাঁর কাছে জমায়েত হবে এবং তাঁর বিশ্রামের স্থান গৌরবময় হবে।
Explore ইশাইয়া 11:10
Home
Bible
Plans
Videos