1
রোমীয় 13:14
কিতাবুল মোকাদ্দস
কিন্তু তোমরা প্রভু ঈসা মসীহ্কে পরিধান কর, অভিলাষ পূর্ণ করার জন্য গুনাহ্-স্বভাবের ইচ্ছা পূর্ণ করার চিন্তা করো না।
Compare
Explore রোমীয় 13:14
2
রোমীয় 13:8
তোমরা পরসপরের কাছ মহব্বতের ঋণ ছাড়া আর কোনও ঋণে আবদ্ধ হয়ো না; কেননা পরকে যে মহব্বত করে, সে শরীয়ত পূর্ণরূপে পালন করেছে।
Explore রোমীয় 13:8
3
রোমীয় 13:1
প্রত্যেক মানুষ দেশের কর্তৃপক্ষের অধীনতা স্বীকার করুক; কেননা আল্লাহ্র নিরূপিত না হলে কেউ কর্তৃত্বের অধিকার পায় না এবং যেসব কর্তৃপক্ষ আছেন, আল্লাহ্ই তাদের নিযুক্ত করে থাকেন।
Explore রোমীয় 13:1
4
রোমীয় 13:12
রাত প্রায় শেষ হয়ে গেল, দিন আগত প্রায়; অতএব এসো, আমরা অন্ধকারের কাজকর্ম পরিত্যাগ করি এবং নূরের যুদ্ধের সাজ-পোশাক পরি।
Explore রোমীয় 13:12
5
রোমীয় 13:10
মহব্বত প্রতিবেশীর অনিষ্ট সাধন করে না, অতএব মহব্বতই শরীয়তের পূর্ণতা।
Explore রোমীয় 13:10
6
রোমীয় 13:7
যার যা প্রাপ্য তাকে তা দাও। যাঁকে কর দিতে হয়, কর দাও; যাঁকে শুল্ক দিতে হয়, শুল্ক দাও; যাঁকে ভয় করতে হয়, ভয় কর; যাঁকে সম্মান করতে হয়, সম্মান কর।
Explore রোমীয় 13:7
Home
Bible
Plans
Videos