1
ফিলিপীয় 1:6
কিতাবুল মোকাদ্দস
আর এতে আমার দৃঢ় ভরসা আছে যে, তোমাদের অন্তরে যিনি উত্তম কাজ আরম্ভ করেছেন, তিনি ঈসা মসীহের দিন পর্যন্ত তা সুসম্পন্ন করবেন।
Compare
Explore ফিলিপীয় 1:6
2
ফিলিপীয় 1:9-10
আর আমি মুনাজাত করি তোমাদের মহব্বত যেন তত্ত্বজ্ঞানে ও গভীর অন্তর্দৃষ্টিতে উত্তরোত্তর উপচে পড়ে; এভাবে তোমরা যেন যা যা উত্তম তা বেছে নিতে পার এবং মসীহের আসার দিন পর্যন্ত যেন তোমরা খাঁটি ও নিখুঁত থাকতে পার
Explore ফিলিপীয় 1:9-10
3
ফিলিপীয় 1:21
কেননা আমার পক্ষে জীবন মসীহ্ এবং মরণ লাভ।
Explore ফিলিপীয় 1:21
4
ফিলিপীয় 1:3
তোমাদের কথা স্মরণ হলেই আমি আমার আল্লাহ্কে শুকরিয়া জানাই
Explore ফিলিপীয় 1:3
5
ফিলিপীয় 1:27
কেবল, মসীহের ইঞ্জিলের যোগ্যরূপে তাঁর লোকদের মত জীবন-যাপন কর; আমি এসে তোমাদের দেখি বা অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই যে, তোমরা এক রূহে স্থির আছ, এক প্রাণে ইঞ্জিলের ঈমানের পক্ষে মল্লযুদ্ধ করছো
Explore ফিলিপীয় 1:27
6
ফিলিপীয় 1:20
হ্যাঁ, আমার ঐকান্তিক আকাঙ্খা ও প্রত্যাশা এই যে, আমি কোনভাবে লজ্জিত হব না, বরং সমপূর্ণ সাহস সহকারে যেমন আগে তেমনি এখনও আমার জীবন দ্বারা হোক, বা মৃত্যু দ্বারা হোক, মসীহ্ আমার দেহে মহিমান্বিত হবেন।
Explore ফিলিপীয় 1:20
7
ফিলিপীয় 1:29
যেহেতু তোমাদের মসীহের খাতিরে এই রহমত দান করা হয়েছে যেন কেবল তাঁর উপর ঈমান আনতে পার তা নয়, কিন্তু তাঁর জন্য দুঃখভোগও করতে পার
Explore ফিলিপীয় 1:29
Home
Bible
Plans
Videos